BRAKING NEWS

অমূল্য হত্যাকান্ড নিয়ে বিজেপি ও সিপিএমে পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ এক ব্যাক্তিকে কুপিয়ে নৃশংসভাবে খুনের ঘটনায় রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে৷ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেবের বক্তব্য, রাজনগরে অমূল্য মালাকারকে সিপিএমের প্ররোচনায় গোপাল মালাকার পরিকল্পিতভাবে খুন করেছে৷ এখন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য খুনীকে মানসিক রোগী সাজানো হচ্ছে৷ অন্যদিকে, রাজনগরের বিধায়ক সুধন দাস এই ঘটনাকে অযথা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন৷ তাঁর কথায়, মদমত্ত এক মানসিক রোগী গোপাল মালাকার অমূল্য মালাকারকে খুন করেছে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্যও খুনী গোপাল মালাকারকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন৷

মঙ্গলবার রাতে রাজনগরে প্রকাশনগরের বাসিন্দা অমূল্য মালাকার প্রতিবেশী যুবক গোপাল মালাকারের দায়ের কোপে নৃশংসভাবে খুন হন৷ এই ঘটনায় বুধবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব বলেন, সিপিএমের প্ররোচনায় গোপাল মালাকার অমূল্য মালাকারকে খুন করেছে৷ তার দায়ের এলোপাথারী আক্রমণে আরো তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ ঘাতক গোপাল মালাকারকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ কিন্তু, এখন পুলিশের কাছে গোপাল মালাকার আসল সত্যি যাতে বলে না দেয়, তার জন্য তাকে মানসিক রোগী সাজানো হচ্ছে৷ বিপ্লব দেবের অভিযোগ, একইভাবে চানমোহন ত্রিপুরা খুনের ঘটনায় খুনীকে মানসিক রোগী সাজানো হয়েছিল৷ তিনি বলেন, সিপিএমের নির্দেশেই খুনের ঘটনায় প্রকৃত সত্য আড়াল করার জন্য খুনীদের মানসিক রোগী সাজানো হচ্ছে৷

এদিন তিনি জানান, আজ এই খুনের ঘটনার খোজখবর নিতে রাজনগরে গিয়ে দেখি সিপিএম ক্যাডাররা অমূল্য মালাকারের বাড়ি দখল নিয়ে রেখেছেন৷ তাঁর পরিবারের সদস্যদের সাথে ঘটনার বিস্তারিত জানার সময় সিপিএমের জনৈক ক্যাডার তাদের চাপ দিচ্ছিলেন যে এই ঘটনাটি রাজনৈতিক খুন নয়, এমনটা বলার জন্য৷ এমনকি সংবাদ মাধ্যমের সামনেও অমূল্য মালাকারের পরিবারের সদস্যদের মুখ খুলতে দেওয়া হচ্ছিল না৷ বিপ্লব দেব বলেন, এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ঘাতক গোপাল মালাকার মানসিক রোগী নন৷

তিনি অভিযোগ তুলে বলেন, স্থানীয় পুলিশ এই খুনের ঘটনায় সিপিএমের ইশারায় কাজ করছে৷ তাঁর দাবি, অমূল্য মালাকারের পরিবার বিজেপি সমর্থক, তাই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে৷ কিন্তু, এখন বিজেপি রাজনৈতিকভাবে এর মোকাবেলা করবে৷ তিনি বলেন, সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে সারা রাজ্যে প্রতিরোধ গড়ে তোলা হবে৷ এর জন্য তিনি সমস্ত কার্যকর্তাদের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন৷
এদিকে, রাজনগরের বিধায়ক সুধন দাস এই ঘটনাটি রাজনৈতিক খুনের ঘটনা নয় বলে দাবি করেছেন৷ তিনি জানান, মদমত্ত এক মানসিক রোগী গোপাল মালাকার তার প্রতিবেশী অমূল্য মালাকারকে খুন করেছে৷ ঘাতকের আক্রমণে আরো তিনজন আহত হয়েছেন৷ তিনি বলেন, ঘাতক গোপাল মালাকারকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ বর্তমানে সে পুলিশ হেপাজতে রয়েছে৷ তিনি আরো জানান, ঘাতক গোপাল মালাকার সবসময় নেশাগ্রস্ত থাকত৷ ফলে, এর পেছনে কোন রাজনৈতিক ষড়যন্ত্র নেই বলে তিনি দাবি করেন৷ তাঁর মতে, বিজেপি এখন ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে৷ এদিকে, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশও এই ঘটনাটি রাজনৈতিক খুনের ঘটনা নয় বলে দাবি করেছেন৷ এদিন সাংবাদিক সম্মেলনে শ্রীদাশ বলেন, মদমত্ত এক মানসিক রোগী গোপাল মালাকার তার প্রতিবেশী অমূল্য মালাকারকে খুন করেছে৷ এখন পর্যন্ত এই তথ্য মিলেছে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *