BRAKING NEWS

শৈত্যপ্রবাহে কাঁপছে জম্মু ও কাশ্মীর

শ্রীনগর, ২৪ ডিসেম্বর (হি.স.): শৈত্যপ্রবাহ এবং তুষারপাতের মধ্যে দিয়ে রবিবার সকালটা শুরু করল জম্মু। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। অন্যদিকে রাজ্যের রিয়াসি জেলার কাটরায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের কাছে অবস্থিত বানিহালে তাপমাত্রা ছিল ১.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে আগামী সপ্তাহেতেও এই পরিস্থিতির কোন পরিবর্তন হবে না।
অন্যদিকে শৈত্যপ্রবাহ অব্যহত কাশ্মীরে। শনিবার রাতে উপত্যকার লাদাখ অঞ্চলের কার্গিল ছিল গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শীতল এলাকা। পারদের কাঁটা সেখানে নেমে দাঁড়িয়েছিল মাইনাস ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও লে এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তর কাশ্মীরের গুলমার্গ, কুপওয়ারা, পহেলগামে তাপমাত্রা যথাক্রমে মাইনাস ৫.৬, মাইনাস ২.৫, মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ কাশ্মীরের কাজিগাণ্ডে তাপমাত্রা ছিল মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য কাশ্মীরে এখন চিলাই কানাল চলছে। যার অর্থ আগামী ৪০ দিন ধরে তীব্র শৈত্যপ্রবাহ চলবে। এর ফলে রবিবার সকাল থেকে জনজীবন বিপর্যস্ত গোটা রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *