BRAKING NEWS

কমনওয়েলথে সোনার পদক পেলেন সাক্ষী ও সুশীল

জোহানেসবার্গ, ১৮ ডিসেম্বর (হি.স.) : কমনওয়েলথ রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক পেলেন সাক্ষী মালিক। এই প্রতিযোগিতায় ৬২ কেজি ফ্রি স্টাইল বিভাগে তিনি অংশগ্রহণ করেছিলেন। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ তায়লা তুয়াহীনকে হারিয়ে তিনি পদক জয় করেন। রবিবার প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি সাক্ষী। তাঁর আক্রমণাত্মক ঝাঁঝের দৌলতে ১৩-২ ব্যবধানে জয়লাভ করেন। এই জয়ে রীতিমতো উচ্ছ্বসিত সাক্ষী।

তিন বছর পর আন্তর্জাতিক কুস্তির মঞ্চে ফিরেই চমক সুশীল কুমারের৷ কামব্যাকেই কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনার দখল নিলেন দু’বারের অলিম্পিক পদক জয়ী সুশীল৷ সোনা জিতেছেন দেশের আর এক অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিকও৷

জোহানেসবার্গে ৭৪ কেজি ফ্রি-স্টাইল বিভাগের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বী আকাশ খুল্লারকে হারিয়ে দেন সুশীল৷ সোনার পদক জিতে মাতৃভূমিকে তা উৎসর্গ করেন তিনি৷ একই ইভেন্টে আর এক ভারতীয় প্রভীন রানা ব্রোঞ্জ পদক জেতেন৷ কমনওয়েলথ পর্যায়ে সুশীলের এটি পাঁচ নম্বর খেতাব৷ নভেম্বরে ইন্দোরে জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সুশীল৷ যদিও তিন প্রতিদ্বন্দ্বির সুশীলকে ওয়াকওভার দেওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি৷ প্রভীন রানাও সেদিন সুশীলকে ম্যাচ ছেড়ে দিয়েছিলেন৷ কমনওয়েলথ কুস্তিতে সোনা জিতে যাবতীয় সমালোচনায় জল ঢাললেন সুশীল৷

মেয়েদের ৬২ কেজি ফ্র-স্টাইল ইভেন্টের ফাইনাল বাউটে রিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী পরাজিত করেন নিউজিল্যান্ডের টাইলা তুয়াহিনকে৷ ১৩-২ পয়েন্টের ব্যবধান দেখেই বোঝা যায় ফাইনালে কতটা একতরফা আধিপত্য দেখিয়েছেন সাক্ষী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *