BRAKING NEWS

কাটোয়ায় বাস উলটে জখম ৫৫

কাটোয়া, ৪ ডিসেম্বর (হি.স.) : কাটোয়া থেকে মোরবাঁধ যাওয়ার পথে বাস উলটে জখম হল ৫৫ জন। এদের মধ্যে ৩৫ জন পড়ুয়া রয়েছে। সোমবার কাটোয়া থেকে মোরবাঁধ যাওয়ার পথে মাথরুনের কাছে উলটে যায় বাসটি। যাত্রীদের উদ্ধার করে সিঙ্গট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘড়িতে তখন দেড়টার কাছাকাছি। দ্রুত গতিতেই বাসটি যাচ্ছিল। হঠাৎ মাথরুনের কাছে বাসের সামনে একটি টাটা সুমো চলে আসে। তাকে ওভারটেক করতে যায় বাসের চালক। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায়। স্থানীয়রা প্রথমে বাসের জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করে। এদের মধ্যে নাজমা ও ফ্যান্সি খাতুন, মনসা হালদার সহ একাধিক পড়ুয়া ছিল। স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল তারা। দুর্ঘটনার জেরে পরীক্ষা দিতে পারেনি। তবে কাটোয়ার মহকুমাশাসকর সৌমেন পাল জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ছাত্রছাত্রীদের আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করা হবে। জানা গিয়েছে, আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চালকের দোষে এই দুর্ঘটনা ঘটেছে। কৈচর থানার পুলিশ বেশ কিছুক্ষণ ঘটনাস্থানে ছিল। উদ্ধার কাজে তারাও হাত লাগায়। এছাড়াও সেখানে যায় মঙ্গলকোট ব্লক প্রশাসনের প্রতিনিধিরা। বাসের চালক পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *