BRAKING NEWS

রাষ্ট্রপতির টুইটে নাগালিম, প্রতিক্রিয়া অগপ সভাপতির

গুয়াহাটি, ১ ডিসেম্বর, (হি.স.) : বৃহত্তর নাগালিমকে কেন্দ্র করে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের ট্যুইট সম্পর্কে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেছেন অগপ সভাপতি অতুল বরা। এক টেলিফোনিক কথোপকথনে অগপ সভাপতি বলেন, অসম ভূখণ্ডে আঁচড় ফেলতে দেওয়া হবে না। অসমের ভূমি নিয়ে বৃহত্তর নাগালিম গঠনের যদি কোনও সিন্ধান্ত নেওয়া হয়, তা হলে তা তাঁদের দল কখনও মানবে না। তবে বলেছেন, নাগা ফ্রেমওয়ার্ক চুক্তি এখনও জনসমক্ষে আনা হয়নি। এমতাবস্থায় এর চেয়ে বেশি মন্তব্য তিনি করবেন না। শীঘ্র এই ফ্রেমওয়ার্ক চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে কেন্দ্ৰীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন অসম সরকারের অন্যতম শরিক দল অগপ-এর সভাপতি তথা মন্ত্রী অতুল বরা। তিনি বলেন, অসমের কিঞ্জিৎ ভূমি যদি নাগালিমে অন্তৰ্ভুক্ত হয় তা হলে সর্বাগ্রে তাঁর দল অগপ তীব্ৰ বিরোধিতা করবে। উল্লেখ্য, আজ শনিবার তাঁর টুইট হ্যান্ডেলে রাষ্ট্রপতি বলেছেন, ‘ইতিহাস সৃষ্টি ক্ষণে নাগাল্যান্ড। খুব শীঘ্রই এই রাজ্য রচনা করবে এক নয়া ইতিহাস। সকলের সহযোগিতায় দীৰ্ঘস্থায়ী শান্তির সময় এসেছে। এখন পৰ্যন্ত রাজ্যের শান্তি কামনায় যে সকল নাগা সংগঠন এগিয়ে এসেছে তাদের সককলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি নিশ্চিত, সকলের কল্যাণজনক চূড়ান্ত চুক্তি খুব শীঘ্ৰই সম্পন্ন হবে।’ এতে বৃহত্তর নাগালিমের ইঙ্গিত রাষ্ট্রপতি দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *