BRAKING NEWS

৩১ ডিসেম্বরেই এনআরসি-র খসড়া প্রকাশ করতে হবে, সুপ্রিমকোর্টের রায়

গুয়াহাটি, ৩০ নভেম্বর (হি.স.) :৩১ ডিসেম্বরেই জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার গুরুত্বপূৰ্ণ এই রায় দিয়েছে দেশের উচ্চতম আদালত। বেশ কিছু যুক্তি তুলে ডিসেম্বরের পরিবর্তে সাত মাস পিছিয়ে আগামী জুলাইয়ে এই খসড়া প্রকাশ করা সম্ভব হবে বলে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আবেদন আজ সরাসরি খারিজ করে দিয়েছেন বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি রোহিন্টন ফলি নরিম্যানের ডিভিশনাল বেঞ্চ। আদালত বলেছে, এখন পর্যন্ত যতটুকু কাজ শেষ হয়েছে ততটুকুই প্রকাশ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। পাশাপাশি আগামী ২০ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করারও নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। আজকের এই গুরুত্বপূর্ণ রায়ে যাবতীয় জল্পনার অবসান ঘটেছে বলে মনে করা হচ্ছে।
জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) সম্পর্কে সাতটি আবেদনের ভিত্তিতে উচ্চতম আদালতে শুনানি হয়। গতকাল সারাদিন চলেছিল শুনানি পর্ব। শুনানি শেষে আজ চূড়ান্ত রায় দেওয়া হবে বলে জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। এনআরসি-র কাজ শেষ হচ্ছে না বলে সরকারকে ভর্ৎসিত করেছে সুপ্রিমকোর্ট। কী কারণে গত তিন বছর ধরে এনআরসি-র কাজ সম্পূর্ণ হচ্ছে না বলে সরকার নিয়েজিত অ্যাডভোকেট জেনারেলের কাছে আদালত জানতে চায় আদালত। তাছাড়া জুলাইয়েও যে তা শেষ হবে তার নিশ্চয়তাই বা কী, আদালতের জিজ্ঞাসার জবাবে আইনজীবী বলেন, সর্বশক্তি দিয়ে কাজ চলছে। বহু গরমিল ধরা পড়ছে। তাই বিলম্ব হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *