BRAKING NEWS

ঝগড়াঝাটি পছন্দ করি না, প্রতিযোগিতা করুন কাজের নিরিখে : মুখ্যমন্ত্রী

গোসাবা, ৩০ নভেম্বর (হি.স.): ঝগড়াঝাটি আমি পছন্দ করি না। প্রতিযোগিতা করুন কাজের নিরিখে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘রাজ্যের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি।’ বন্ধু সেজে রাজ্যের অভ্যন্তরে ঢুকে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বহু মানুষজন। তাদের হাত থেকে সাবধানে থাকতে হবে রাজ্যবাসীকে। অপরিচিত মানুষজনকে এলাকায় দেখলে পুলিশে খবর দেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দলীয় কোন্দল ভুলে একসঙ্গে এলাকায় কাজ করার জন্য দক্ষিণ ২৪ পরগণা জেলা নেতৃত্বকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় একটি সরকারি জনসভায় জেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে এই বার্তাই দেন মুখ্যমন্ত্রী।
এদিন গোসাবার পাওয়ার হাউস সংলগ্ন হ্যামিলটন ময়দানে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, জেলার দুই সাংসদ প্রতিমা মণ্ডল, চৌধুরীমোহন জাটুয়া, জেলার বিধায়করা ও জেলা ও রাজ্য প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। দুপুর ১.৪২ মিনিট নাগাদ আকাশপথে হেলিকাপ্টারে গোসাবায় আসেন মুখ্যমন্ত্রী। সভায় উপস্থিত হয়েই দক্ষিণ ২৪ পরগণা জেলার মানুষদের জন্য কন্যাশ্রি, শিক্ষাশ্রী, সবুজশ্রী, সবুজসাথীর মত প্রকল্পের সুবিধা তুলে দেন বেনিফিসারিদের হাতে। এছাড়া কৃষকদের জন্য সহায়তা, গতিধারা, জলধারা, স্বনির্ভরতা প্রদান সহ একাধিক প্রকল্পের সুবিধা ও তুলে দেন এলাকার মানুষদের হাতে। এরপর মঞ্চে বক্তব্য রাখার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাধারণ মানুষের সামনে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় যোগাযোগ ব্যবস্থা ও পর্যটনের উন্নয়নের উপর জোর দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণার মৎস্যজীবীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান ও তাদের পরিচয় পত্র তৈরিতে জোর দেওয়ার কথা ও বলেন মুখ্যমন্ত্রী। আগামী কয়েকমাসের মধ্যেই সুন্দরবন পুলিশ জেলাকে প্রশাসনিক জেলা হিসেবে ও ঘোষণা করে তার কাজ শুরু হয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের উদ্যোগেই খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষকে ২ টাকা কিলো দরে চাল ও গম দেওয়ার কাজ ও করছে রাজ্য সরকার। এছাড়া আগের বাম সরকারের সমালোচনার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা ও বলেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “ রাজ্যের যে প্রান্তেই ছোট খাট যে কোন সমস্যা, গণ্ডগোল, সাম্প্রদায়িক টেনশান হোক না কেন সব খবর আমার কাছে থাকে”। বিজেপি রাজ্যে দাঙ্গার রাজনীতি করে ফয়দা তুলছে বলে ও দাবী করেন মুখ্যমন্ত্রী। সেই কারনে রাজ্যবাসীকে কোনরকম প্ররোচনায় পা ফেলতে বারণ করেন তিনি। অন্যদিকে যুবকদের জন্য এ রাজ্যেই প্রচুর কর্মসংস্থান রয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এ রাজ্যে ৮১ লক্ষ বেকার যুবক যুবতীদের চাকরি হয়েছে বলে দাবী করেন মুখ্যমন্ত্রী। আরও এক কোটি বেকারদের চাকরী খুব শীঘ্রই হবে বলে দাবী করেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত উন্নয়নমূলক খতিয়ান তুলে ধরার পাশাপাশি জেলার সমস্ত আধিকারিককে আরও ভালো ভাবে মানুষের কাজ করতে বলেন তিনি। আধিকারিকরা যদি কাজ না করেন তাহলে কাগজপত্র নিয়ে সরাসরি নিজের বাড়িতে সাধারণ মানুষকে আসার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে গত কয়েকমাস ধরে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বেড়ে চলা দলের গোষ্ঠী কোন্দল মিটিয়ে অবিলম্বে সকলে মিলে একসাথে যাতে এলাকায় কাজ করেন দলীয় নেতৃত্বদের সেই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাসন্তী, গোসাবায় বেড়ে চলা গোষ্ঠী কোন্দল সম্পর্কে দলের বিধায়ক গোবিন্দ নস্কর, জয়ন্ত নস্করের নাম করেই মুখ্যমন্ত্রী বলেন, “ ঝগড়াঝাটি আমি পছন্দ করি না। প্রতিযোগিতা করুন কাজের নিরিখে। ঝগড়া করলে ব্রেন নষ্ট হয়। মানুষের জন্য কাজ করুন। আপনারা একসাথে মিলে মিশে কাজ করুন আর উন্নয়নটা আমার উপর ছেড়ে দিন”। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার প্রমান করলেন একদিকে তিনি যেমন উন্নয়নের কাণ্ডারি, তেমনি অন্যদিকে দক্ষ প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *