BRAKING NEWS

ছত্তিশগড়ের পূর্তমন্ত্রীকে ব্ল্যাকমেলিং, ধৃত সাংবাদিক বিনোদ বর্মা

নয়াদিল্লি ও গাজিয়াবাদ, ২৭ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের পূর্তমন্ত্রী রাজেশ কুমারকে ব্ল্যাকমেল করার অভিযোগে বিবিসি-র প্রাক্তন সাংবাদিক বিনোদ বর্মাকে গ্রেফতার করল ছত্তিশগড় পুলিশ| শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশে গাজিয়াবাদের ইন্দিরাপুরমে, সাংবাদিক বিনোদ বর্মার মাহাগুন ম্যানশন আবাসন থেকে তাঁকে গ্রেফতার করেছে ছত্তিশগড় পুলিশ| সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এইচ এ সিং জানিয়েছেন, গাজিয়াবাদ পুলিশের সহায়তায় শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ গাজিয়াবাদের ইন্দিরাপুরমে মাহাগুন ম্যানশন আবাসন থেকে গ্রেফতার করা হয়েছে বিবিসি-র প্রাক্তন সাংবাদিক বিনোদ বর্মাকে| জার্নালিস্টের বাড়ি থেকে প্রচুর পরিমানে সিডি বাজেয়াপ্ত করা হয়েছে|
গ্রেফতার হওয়ার পরই কোনওমতে সাংবাদিকদের সামনে এসে সিনিয়র জার্নালিস্ট বিনোদ বর্মা জানিয়েছেন, ‘আমার কাছে ছত্তিশগড়ের মন্ত্রীর সেক্স টেপ রয়েছে| এটি রাজনৈতিক হান্ট ছাড়া আরও কিছুই নয়|’ শুক্রবার সকালে রায়পুরের আইজি জানিয়েছেন, ‘এই একটি সিডি দিয়ে ব্ল্যাকমেলিং করছিলেন অভিযুক্ত| তদন্ত চলছে| এ বিষয়ে বিস্তারিত এখনই জানানো সম্ভব নয়|’ উল্লেখ্য, বিবিসি এবং অমর উজালার প্রাক্তন সাংবাদিক হলেন বিনোদ বর্মা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *