BRAKING NEWS

প্রত্যেক ভারতীয়রই জাতীয় সংগীতের সময় দাঁড়ানো উচিত, মন্তব্য কুস্তিগির যোগেশ্বর দত্ত-র

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : “জাতীয় সংগীতকে নিয়ে বিতর্ক কাম্য নয়। আমার মনে হয় প্রত্যেক ভারতীয়রই জাতীয় সংগীতের সময় দাঁড়ানো উচিত।” এমনই মন্তব্য করলেন কুস্তিগির যোগেশ্বর দত্ত। তিনি বলেন, এটা দেখে খুব খারাপ লাগে যে এখন জাতীয় সংগীত একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি অারও বলেন, “এটা খুবই দুঃখজনক যে, সীমান্তে আমাদের সেনা জওয়ানরা জীবন দিয়ে দেশকে রক্ষা করছেন, আর আমরা জাতীয় সংগীত নিয়ে বিতর্ক করছি।”
গত বছর ২০ নভেম্বর শীর্ষ আদালত জানিয়ে দেয়, প্রেক্ষাগৃহে জাতীয় সংগীত চলার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক। তবে পরে শীর্ষ আদালতের তরফে এটাও বলা হয়, জাতীয় সংগীত যদি কোনও চলচ্চিত্র বা তথ্যচিত্রের অংশ হয় সেক্ষেত্রে দর্শকদের দাঁড়াতে বাধ্য করা যাবে না। এরপর জাতীয় সংগীতের সময় না দাঁড়ানোয় অনেককে হেনস্থার শিকার হতে হয়। ফলে তৈরি হয় বিতর্ক।
তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সিনেমা হলে জাতীয় সংগীত চলাকালীন দাঁড়াতে হবে কিনা তার সিদ্ধান্ত নিক কেন্দ্র। সঙ্গে বলা হয়, জাতীয় সংগীতের সময় উঠে দাঁড়ানো কখনই দেশভক্তির মাপকাঠি হতে পারে না। কোনও নির্দেশ জারি করে কখনই কারও মনে দেশপ্রেম জাগ্রত করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *