BRAKING NEWS

নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চাইলেন অভিনেতা কমল হাসান

চেন্নাই, ১৮ অক্টোবর (হি.স.) : নোটবন্দি ইস্যুতে নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা কমল হাসান৷ তিনি জানান, ‘‘প্রধানমন্ত্রী আমার ভুল মার্জনা করলে তাকে সেলাম জানাব’’৷ নোটবন্দী নিয়ে একসময় প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হয়েছিলেন তিনি৷
উল্লেখ্য, কয়েক মাস ধরেই কমল হাসানের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা চলছে৷ রাজনীতিতে ‘ক্যারিয়ার’ গড়া নিয়ে নিজেও প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন৷ কিন্তু কোনও দলে যোগ দিয়ে নাকি নতুন দল গঠন করে রাজনীতির ময়দানে পা রাখবেন তা খোলসা করেননি৷ তবে আটঘাঁট বেধেই যে তিনি রাজনীতির ময়দানে নামতে চাইছেন তা তার কর্মকাণ্ড থেকে পরিস্কার৷ কিছুদিন আগে কেরালা ও দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জল মাপার চেষ্টা করেছেন৷ তাদের সঙ্গে রাজনৈতিক নানা বিষয়ে পরামর্শ নিয়েছেন৷ কিন্তু ওই পর্যন্তই৷ এদিকে আগের মন্তব্য থেকে সরে আসার পর কমল হাসানের সাফাই,‘‘ভুল স্বীকার করে কেউ সেটা শুধরানোর চেষ্টা করলে তা প্রকৃত রাষ্ট্রনেতা হয়ে ওঠার উদাহরণ’’৷ গত বছর নভেম্বর মাসে নোটবন্দীর পর কমল হাসান টুইট করে লিখেছিলেন, ‘‘স্যলুট মোদী৷ রাজনৈতিক ফায়দা লুঠতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *