BRAKING NEWS

বাজি পোড়ানো বন্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে মতামত দ্বিধাবিভক্ত

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): দিল্লি-এনসিআরে দীপাবলিতে বাজি পোড়ানো বন্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে মতামত দ্বিধাবিভক্ত।এক সাক্ষাৎকারে রামদেব বলেছেন, শুধু হিন্দুদের টার্গেট করা হচ্ছে। যেভাবে হিন্দু উৎসবগুলিকে বারবার আতসকাচের তলায় আনা হচ্ছে তা ভুল। যোগগুরুর কথায়, সব বিষয়ে আইনি পদক্ষেপ করা কি ভাল? তিনি নিজে স্কুল, বিশ্ববিদ্যালয় চালান, সেখানে তাঁরা শুধু হাতে তৈরি বাজি পোড়াতে দেন, যা ধীরে ধীরে পোড়ে। প্রচণ্ড শব্দ করা বাজি পোড়ানোর অনুমতি দেন না। এ ধরনের শব্দবাজির ওপরেই শুধু নিষেধাজ্ঞা আনা যেতে পারত।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর সুপ্রিম কোর্টের রায়ের সমর্থনে টুইট করে বলেন, বকরি ইদে শুধু ছাগল কাটা হয়। মহরমে অংশগ্রহণকারীরা নিজেদের আঘাত করে। কিন্তু বাজি অংশগ্রহণকারী ও যারা অংশ নেয়নি এমন মানুষেরও ক্ষতি করে। দীপাবলিতে গোটা দিল্লি ধোঁয়ায় ঢেকে যাওয়ার কারণে অনেকেই এই রায় সমর্থন করেছেন। আবার বহু মানুষ বলছেন, এভাবে শুধু বিধিনিযেধ চাপানো হচ্ছে নির্দিষ্ট একটি ধর্মবিশ্বাসের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *