BRAKING NEWS

সিন্ধু জলচুক্তি নিয়ে ফের ভারত-পাকিস্তান বৈঠক

ওয়াশিংটন, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : সিন্ধু জলচুক্তি নিয়ে ফের ভারত-পাকিস্তানের মধ্যে উচ্চস্তরীয় বৈঠক হল৷ বিশ্বব্যাংকের প্রধান জানিয়েছেন, দু’দেশের নাগরিকদের সুবিধার কথা ভেবেই এই বৈঠকের আয়োজন করা হয়৷ ওয়াশিংটনে দু’দিনের এই বৈঠকে সিন্ধু জলচুক্তির প্রযুক্তিগত সমস্যাগুলো আলোচনা করা হয়৷
প্রসঙ্গত, পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা দিতেই সিন্ধু জলচুক্তি নিয়ে কড়া অবস্থানে ছিল ভারত৷ তবে বৃহস্পতিবার রাতে এই বিষয় নিয়ে বৈঠকে বসে দুই দেশ৷ জানা যায়, সিন্ধু জলচুক্তি নিয়ে দীর্ঘদিনের ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরোধ শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের জন্য এই বৈঠকে বসে৷
এরআগে সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ, আমেরিকার সঙ্গে নাকি হাত মিলিয়ে সিন্ধু জলচুক্তি বানচাল করতে চাইছে নয়াদিল্লি৷ দাবি করেছে, ভারত এবং আমেরিকা যুক্ত হয়ে সিন্ধু জলচুক্তি নিয়ে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চালাচ্ছে৷ গত কয়েক বছরে দুই দেশ এই ধরণের কোনও বৈঠক করেনি৷ এই বিষয়ে এক কূটনীতিবিদ জানিয়েছেন, এর আগে দুই দেশ সমস্যা সমাধানের জন্য একে অপরের দিকে এগিয়ে আসেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *