BRAKING NEWS

এজিএমসিতে র্যাগিংয়ের অভিযোগে ৮ ছাত্রকে শাস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ আগরতলা সরকারী মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের ছাত্রদের র্যাগিংয়ের দায়ে দ্বিতীয় বর্ষের ৮ জন ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ জানা গেছে, গত মঙ্গলবার মেডিক্যাল কলেজের হোস্টেলে প্রথম বর্ষের ছাত্রদের র্যাগিংয়ের অভিযোগ উঠে দ্বিতীয় বর্ষের ৮ জন ছাত্রের বিরুদ্ধে৷ এই বুধবার কলেজের এন্টি র্যাগিং কমিটি ঐ ৮ জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদেরকে ১০ হাজার করে জরিমানা করেছে৷ জরিমানা না দিলে তাদেরকে ছয় মাসের জন্য কলেজ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে কমিটি৷
উল্লেখ্য, মেডিক্যাল কলেজে বহু বছর বাদে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে৷ কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, র্যাগিং কোনভাবেই বরদাস্ত করা হবে না৷ র্যাগিংয়ের অভিযোগের সত্যতা প্রমাণিত হলেই চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবেই৷ মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের ফলে প্রথমবর্ষের ডাক্তারী পড়ুয়াদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে৷ দীর্ঘসময় ধরে র্যাগিং বন্ধ থাকার পর ফের কেন এই নিষিদ্ধ প্রথা মেডিক্যাল কলেজে দেখা দিয়েছে তা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে৷ এমনিতেই মেডিক্যাল কলেজের হোস্টেলে ডাক্তারী পড়ুয়াদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে৷ মদ্যপ অবস্থায় হৈ হুল্লোড় থেকে শুরু করে হোস্টেলের নিয়ম কানুন প্রায়শই পড়ুয়ারা ভঙ্গ করে থাকেন বলে অভিযোগ৷ এই সমস্ত কিছু হোস্টেল কর্তৃপক্ষ চেপে গেলেও র্যাগিংয়ের বিষয়টি চেপে রাখা সম্ভব হয়নি৷ ধারণা করা হচ্ছে প্রথম বর্ষের ছাত্ররা সাহসিকতার সাথে কলেজ কর্তৃপক্ষের সামনে তাদের সাথে অত্যাচারের সমস্ত বিষয় তুলে ধরার ফলে র্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে এজিএমসি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *