BRAKING NEWS

মুম্বাইয়ের বন্যা পরিস্থিতি প্রশ্নে সাংবাদিকদের ভৎসনা শিবসেনা প্রধানের

মুম্বাই, ৩১ আগস্ট (হি.স) : মুম্বাইয়ের বন্যা পরিস্থিতি নিয়ে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে কে যখন মুম্বাইয়ের বন্যা পরিস্থি নিয়ে প্রশ্ন করা হয় বুধবার তখন উত্তেজিত হয়ে শিবসেনা প্রধান সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনারা নিজেরা কেন বৃষ্টি বন্ধ করতে পারছেন না?
উল্লেখ্য গত ২৫ বছর ধরে শিবসেনা শাসিত বৃহৎ মুম্বাই পুরনিগমের নিজেদের দখলে রেখেছে শিবসেনা। অথচ প্রতিবছর বৃষ্টির ফলে মুম্বাইয়ে বন্যা পরিস্থিতি দেখা দেয়। প্রতিবছর এর জন্য বর্ষায় মানুষের জীবনহানিও ঘটে। গত কয়েকদিনে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে মুম্বাইয়ে এর জন্য গোটা মুম্বাই স্তব্ধ হয়ে গেছে। শহরের পরিস্থতি জটিল আকার ধারণ করেছে। গত বেশ কয়েক বছর ধরে মুম্বাইয়ের বাসিন্দাদের অভিযোগ মুম্বাইয়ের রাস্তাঘাট খানাখন্দে ভরে গেছে। একটু বৃষ্টি হলে জল জমে বন্যা পরিস্থি দেখা দেয় মুম্বাইতে।
পাশাপাশি মহারাষ্ট্রের বিজেপি সভাপতি আশিস শেলার শিবসেনা প্রধানকে উদ্দেশ্য করে বলেছেন যে ঔদ্ধত্য কমিয়ে উদ্ভব ঠাকরে কে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।
শিবসেনা সুপ্রিমোর কাছ থেকে যখন জানতে চাওয়া হয় প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করার পরেও মুম্বাইয়ের নিকাশি ব্যবস্থা কেন উন্নতি হচ্ছে না। তার উত্তরে উত্তেজিত শিবসেনা প্রধান বলেন যে তাদের দলীয় কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন। তারা সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। কিন্তু সাংবাদিকরা যাচ্ছেন না। যখন তাকে প্রশ্ন করা হয় যে কেন মুম্বাইয়ের এই অবস্থা তখন উত্তেজিত হয়ে শিবসেনা প্রধান সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনারাই বলে দিন আমায় কি করতে হবে। আপনারাই বৃষ্টা বন্ধ করে দিন। তিনি রেগে গিয়ে বলেন আপনাদেরই একচেটিয়া আধিপত্য চলছে মুম্বাইতে। তিনি বলেন যে তার দলও মানুষের সেবা করছেন তাই প্রতিবছর মানুষ তাদের ভোট দিয়ে জিতিয়ে আনছে।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই বন্যা কারণে মুম্বাইয়ের বিখ্যাত ডাক্তার আমরাপুরকর কোথায়? তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? উল্লেখ্য মুম্বাইয়ে জল জমার পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীদের মতে জলের তোড়ে মেনহোলে পরে গেছে ওই খ্যাতনামা ডাক্তার। অন্যদিকে শিবসেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে যা তাদের অধীনে থাকা পৌরসভা ভাল কাজ করেছে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য। বিজেপি অবশ্য এর বিরোধীতা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *