নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগষ্ট৷৷ ফের মুখোমুখি সিপিআইএম এবং আইপিএফটি৷ ঘটনা টাকারজলা বাজারে৷ সিপিআইএমের প্রকাশ্য সভায় আইপিএফটির নেতাদের নাম তুলে সমালোচনাকে কেন্দ্র করে উত্তেজনায় সূত্রপাত৷ টাকারজলা বাজারে ছয় দফা দাবীতে মিছিল এবং সভার আয়োজন করে সিপিআইএম৷ গণমুক্তি পরিষদের নেতা গুণমনি মলসম বক্তব্য রাখার পর মঞ্চে সিপিআইএম জম্পুইজলা মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জগদীশ কলই ভাষণ দান কালে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় আইপিএফটি কর্মীরা৷ জগদীশ কলই ভাষণে বলেন, আইপিএফটির নেতারা উপজাতি যুবকদের বিভ্রান্ত করছে৷ আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা রাজ্যের শান্তি বিনষ্ট করতে চাইছেন৷ ভাষণ প্রদান কালে আইপিএপটি নেতাদের নাম মুখে নিতেই উত্তেজিত জয়ে উঠে আইএফটি কর্মীরা৷ তারা সিপিআইএম নেতা জগদীশ কলই এর ওপর আক্রমণের চেষ্টা করে বলে অভিযোগ৷ দুপক্ষই উত্তেজিত হয়ে উঠে৷ মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা৷ এ ঘটনায় খবর ছড়িয়ে পরতেই গোটা মহকুমায় আতঙ্ক ছড়িয়ে পরে৷ ঘটনাকে ঘিরে থমথমে গোটা মহকুমা৷ মোতায়েন করা হয়েছে সিআরপিএফ৷