BRAKING NEWS

মোবাইলে কল করে ব্যাঙ্ক একাউন্টের তথ্য নিয়ে ত্রিশ হাজার টাকা হাপিজ করল প্রতারক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ আগস্ট৷৷ অনলাইনের মাধ্যমে অভিনব পদ্ধতিতে চড়িলামের গৌতম কলনী এলাকায় জনৈক যুবক সেবক দেবনাথ (২৩) এর ব্যাঙ্ক একাউন্ট থেকে ত্রিশ হাজার টাকা উদাও হয়ে যায়৷ সাইবার অপরাধ দিনের পর দিন উত্তরত্তের বৃদ্ধি পাচ্ছে৷ অপরাধের পিছনে বড় ধরনের দুসৃকতি রয়েছে বলে জানা যায়৷ সেবকের ফোনে প্রথমে ফোন আসে৷ হিন্দি ভাষাতে কথা বলছে ফোনে৷ সেবকের কাছে ফোন করে লম্পট জানতে চায় তার একাউন্ট বন্ধ হয়ে রয়েছে৷ তার ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ নেই৷ তখন সেবকে ফোনে বলে যে একাউন্ট চালু করতে হলে ব্যাঙ্ক একাউন্ট নম্বর এবং এটিএম এর ষোল অংকের নাম্বার বলার জন্য৷ সঙ্গে সঙ্গে ফোন কেটে বাড়িতে যায় এবং সঠিক ভাবে ফোনে তার সবকিছু দুষ্ঠ চক্রের ঐ যুবকের কাছে বলে দেয়৷ তাকে বলা হয়েছে যে তার একাউন্ট চবিবশ ঘন্টায় মধ্যে পুনরায় চালু হয়ে যাবে৷ ঠিক ১০ মিনিট পর সেবকের মোবাইলে একটি এসএমএস আসে যে ত্রিশ হাজার টাকা ওঠানো হয়েছে৷ এ খবর পৌঁছে যায় গোটা চড়িলাম গৌতম কমনী এলাকায়৷ প্রতারিত যুবক কান্নায় ভেঙ্গে পড়ে সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় ছুটে যায়৷ শেষ পর্যন্ত রবিবার বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে৷ ই-মেল বা অন্যানা নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বিভিন্ন জনগণ সমস্যার মধ্যে পড়ে যায়৷ কিন্তু এ যেন এক অভিনব পদ্ধতি৷ কম্পিউটার ব্যবহারকারীর অজান্তেই তার গোপন তথ্য চলে যাবে হ্যাকারের কাছে৷ তার তা ব্যবহার করেই ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে দৃসৃকতিকারীরা৷ নেট ব্যাঙ্কিং বা ই-মেল অ্যাকাউন্টে লগ করে ট্রোজানের মাধ্যমে তার একাউন্ট নাম্বার এবং এটিএম নাম্বার বলার পর টাকা হ্যাকাররা হাপিজ করে নিয়ে যেতে পারে৷ ব্যাঙ্কে গিয়ে সেবক যাবতীয় বিষয় খুলে বলা এসবিআই ব্যাঙ্ক ম্যানেজারের কাছে৷ এই ধরনের ঘটনায় গোটা চড়িলামবাসীরা একাউন্ট এবং এটিএম নিয়ে দুশ্চিন্তায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *