BRAKING NEWS

ভারী বৃষ্টিতে ফের মুম্বই জলমগ্ন, উদ্ধার কাজ শুরু

মুম্বই, ২৯ অগাস্ট (হি.স.) : ভারী বৃষ্টিতে ফের জলমগ্ন মুম্বই। এর জেরে শহরতলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শুধু মুম্বইতেই বৃষ্টি হয়েছে ১০২ মিলিমিটার। আবহাওয়া দফতরের পূ্র্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুম্বই এবং শহরতলিতে। ২০০৫ সালের পর এটাই শহরে সব থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
গত শনিবার থেকে টানা বৃষ্টি চলছে মুম্বই। নিচু এলাকাগুলি ইতিমধ্যেই ডুবে গিয়েছে। প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সিওন, দাদার, মুম্বই সেন্ট্রাল, কুরলা, সাইনাকা এবং আন্ধেরিতে। ট্র্যাগকে জল জমে থাকায় ওয়াডালা থেকে কুরলা পর্যন্ত বন্দর শাখা এবং পারেল থেকে কুরলা পর্যন্ত প্রধান শাখায় ট্রেন বন্ধ। জলমগ্ন বান্দ্রা স্টেশনে ট্রেন পরিষেবা বন্ধ। চুনা ভট্টি স্টেশনের একাংশ। ওয়েস্টার্ন এক্সপ্রেস সড়ক সহ বহু গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গাড়ির গতি মন্থর হয়ে তীব্র যানজট। বান্দ্রা থেকে সান্তাক্রুজ যাওয়ার রাস্তা বানভাসি। লোনাভালার ওয়ালহোয়ান হ্রদের জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলায় বিভপুরী এবং খোপোলি জলবিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ লাগোয়া অঞ্চলে সতর্কতা জারি করেছে। বৃহৎমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শহরে তিনটি দেওয়াল ভেঙে পড়েছে, ১৬টি জায়গায় শর্টকাট হয়েছে এবং ২৩টি জায়গায় গাছ ভেঙে পড়েছে। নিকাশির বেহাল দশা, রাস্তা সময়মতো সংস্কার না করার ফলেই প্রতি বছর বৃষ্টিতে এই ভোগান্তি হয় বলে প্রশাসনকে দায়ী করেছেন মুম্বইবাসী। উদ্ধারকাজে মুম্বইয়ে এনডিআরএফের ৩টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। পুনে থেকেও মুম্বই রওনা দিয়েছে এনডিআরএফে দুটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *