BRAKING NEWS

নিম্নমানের কাজের খেসারত, জলের স্রোতে ভেঙ্গে গিয়েছে পাকা সেতু

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ আগস্ট৷৷ খোয়াই রামচন্দ্রঘাট বিধানসভা এলাকার রতনপুরে এক থেকে দেড় মাস পূর্বে নিম্নমানের পাকা ব্রীজ ভেঙ্গে পড়ার ঘটনার এলাকার মানুষ ক্ষুব্ধ৷ রতপুরে বাজার থেকে ছনখলা, বাইজালবাড়ি, পদ্মবিল, বেলকাং যাবার পথে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করে নির্মিত পাকা ব্রীজটি বন্যায় জলে ভেসে যায়৷ এটি একমাত্র ঘটনা নয়৷ এমন অনেক কাজ হয়েছে যা ভেঙ্গে গেছে বা আগামী দিনে আরও এমন নিম্নানের কাজ ভেসে যেতে পারে বলে অভিমত জনগণের৷ এদিকে এক থেকে দেড় মাস পূর্বে রতনপুরে যে ব্রীজটি ভেঙে গুড়িয়ে গেছে সেটি নির্মানের বরাত পেয়েছিলেন খোয়াইয়ের জাম্বুরা গ্রামের জনৈক ঠিকেদার৷ তিনি যখন রতনপুরে ব্রীজটি নির্মাণ কাজ করেন তখন প্রথম থেকেই কাজের গুনগত মান নিয়ে অভিযোগ তুলেছিলেন জনগণ৷ কিন্তু তা সত্বেও কাজ হয়নি৷ উনার হাত নাকি অনেক দূর পর্যন্ত পৌঁছে৷ হতেই পারে৷ দূর্নীতি একা করা যায় না৷ মিলিতভাবেই দূর্নীতি হয়৷ জনগণ অভিমত প্রকাশ করে বলছেন অভিজ্ঞ ঠিকেদার দ্বারা কাজ করালে এমনটা নাও হতে পারতো৷ বর্তমানে অনভিজ্ঞ ঠিকেদাররা কাজ পায়৷ বেশীর ভাগ নিগোসিয়েশন বাণিজ্য৷ সুতরাং ঠিকেদারের কিছু করার থাকেনা৷ কাজের আগেই সব শেষ৷ বাধ্য হয়ে নিম্নমানের কাজ৷ যে কারণে আজ সমগ্র খোয়াইয়ের অলিগলি পথগুলো মরনফাঁদে পরিণত হয়েছে৷ বৃদ্ধ থেকে শিশু, সুস্থ্য মানুষ থেকে রোগীকে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়৷ জনগণ বলছেন, এভাবে দুএকজনের জন্য যেমন বদনাম সরকার তেমনি দল৷ আর বিরোধী দল এখনও ঘুমিয়ে কাটাচ্ছে৷ যার ফলে রতনপুর বাজারে ব্রীজ নির্মাণের মান নিয়ে সরকারীভাবে তদন্ত করে যদি দোষী প্রমান হয় তবে ঠিকেদারকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া এবং অতি শীঘ্র পাকাব্রীজ নির্মাণ করে চলাচলের সুবিধা করে দেওয়ার দাবী এলাকার জনসাধারনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *