BRAKING NEWS

সোনার বাট গিলে পুলিশকে বিপাকে ফেলল পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট৷৷ সোনা পাচারকারীকে নিয়ে বিপাকে পড়েছে পুলিশ ও বিএসএফ৷ জটিল সমস্যার সৃষ্টি হয়েছে৷ ধৃত পাচারকারী সোনার বাট গিলে খেয়েছে৷ পেটে রয়েছে সোনা৷ পুলিশ তা উদ্ধার করতে পাচারকারীকে নিয়ে গিয়েছে হাসপাতালে৷ চিকিৎসকরা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশের হাতে আসেনি ঐ সোনার বাট৷
সংবাদে প্রকাশ, মহারাষ্ট্রের বাসিন্দা দীপন মনমোহন গুগলী নামে এক যুবককে সোনামুড়া সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানরা আটক করেছে৷ তাকে প্রথমে সন্দেহজনক ভাবে আটক করা হয়৷ বিএসএফের ধারণা সত্যিই হয়েছে৷ ধৃত যুবক পাচারকারী৷ সোনা নিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছিল৷ জওয়ানরা তাকে আটক করে এবং তার হেপাজতে থাকা দুটি সোনার বাট দেখতে পায়৷ জওয়ানরা এগুলি ছিনিয়ে নিতে চাইলে দীপন দুটি বাট মুখে পুড়ে দিয়ে গিলে ফেলে৷ পটে চলে যায় ঐ দুটি সোনার বাট৷ বিএসএফ জওয়ানরা সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশকে জানিয়ে৷ স্থানীয় হাসপাতাল থেকে তাকে আগরতলায় জি বি হাসপাতালে পাঠানো হয়৷ জি বি হাসপাতালের চিকিৎসকরাও বহু চেষ্টা করছে তার পেট থেকে ঐ সোনার বাটগুলি বের করার জন্য৷ তাকে কিছু ওষুধ খাওয়ানো হচ্ছে শৌচকার্য্য হওয়ার জন্য৷ কয়েকবার শৌচকার্য্য করেছে৷ কিন্তু, সোনার বাট তো বের হচ্ছে না৷ কঠোর পুলিশ প্রহরায় জি বি হাসপাতালের চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনার বাটগুলি পেট থেকে বের করার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *