BRAKING NEWS

আইনের লোকের বেআইনি কার্যকলাপে উদ্বিগ্ণ হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬  আগষ্ট৷৷ হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এফআইআর রেজিস্ট্রি না করার মত গুরুতর অভিযোগ উঠল রাজধানীর প্রধান থানা পশ্চিম থানার বিরুদ্ধে৷ অভিযোগে প্রকাশ, সীমানা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ১৫ জুলাই প্রকাশ্য দিবালোকে জয়দীপু চৌধুরী ও তার স্ত্রী’র উপর লোহার রডসহ ধারানো অস্ত্র নিয়ে আক্রমণ করেন প্রতিবেশী পঙ্কজ সরকার ও তার স্ত্রী৷ এই ঘটনায় জয়দীপ চৌধুরী সহ তার স্ত্রী মারাত্মকভাবে জখম হন৷ ১৭ জুলাই ঘটনার বিবরণ জানিয়ে জয়দীপ বাবু পশ্চিম থানায় অভিযোগ করেন৷ কিন্তু পুলিশ এই ঘটনার তদন্ত বা অভিযুক্তকে গ্রেফতার তো দূরের কথা জয়দীপ বাবুর অভিযোগকে রেজিস্ট্রি পর্যন্ত করেনি৷ উল্টো কোন এক অজ্ঞাত কারণে প্রতিবেশীর সঙ্গে মামলায় না জরিয়ে ঝামেলা মীমাংসার প্রস্তাব দেয় বলে অভিযোগকারীর দাবী৷ এরপরই জয়দীপ বাবু পুলিশের কাছ থেকে কোন সাহায্য না পেয়ে এবং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন৷ প্রধান বিচারপতি টি ভাইফেই ও বিচারপতি এস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ পুলিশের এই ধরনের ভূমিকায় যথেষ্ট অসন্তোষ ব্যক্ত করে ও আইনের লোকের বেআইনি কার্যকলাপ সম্পর্কে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন৷ পাশাপাশি ৭ দিনের মধ্যে জবাব চেয়ে পুলিশকে কারণ দর্র্শনোর নোটিশ জারি করেছেন বিচারপতি টি ভাইফেই ও বিচারপতি এস তলাপাত্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *