নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.) : হরিয়ানার পাঁচকুলায় ডেরা সাচায় যারা ভক্তির নামে হিংসা চালাচ্ছেন তাঁদের কোনও ভাবেই রেয়াত করা হবে না। রবিবার মন কি বাতে এমনই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, ‘যাঁরা আইন হাতে নিয়ে হিংসা চালাচ্ছেন, সে যত ক্ষমতাশালীই হোন না কেন তাঁকে রেয়াত করা হবে না। ভারত মহাত্মা গান্ধী ও গৌতম বুদ্ধের ভূমি, সেখানে কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না। কঠোর শাস্তি দেওয়া হবে তাঁদের।’ স্বঘোষিত ধর্মগুরু গুরুমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পরেই হরিয়ানা ও পাঞ্জাবে হিংসা ছড়িয়ে পড়ে। রাম রহিমের সমর্থকরা দুই রাজ্যের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় বলে অভিযোগ। রেলস্টেশন, পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত হিংসায় মৃত্যু হয়েছে ৩৬ জনের আহত হয়েছেন প্রায় ২৫০ জন। পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, কোনও রকম হিংসা রাজ্যে বরদাস্ত করা হবে না। যাঁরা হিংসার আশ্রয় নিচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
রবিবারের মন কি বাতে গণেশ চতুর্থীর জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক উৎসবের কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে। স্বচ্ছ ভারত অভিযান নিয়ে তিনি বেশ কিছু কথা বলেন। আসন্ন অনূর্ধ্ব বিশ্বকাপ সফল করতে সবাইকে এগিয়ে আসার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।–