শ্রীনগর, ২৬ আগস্ট (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় পুনরায় তপ্ত হল ভূস্বর্গ| শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জেলা পুলিশ লাইন্সে (ডিপিএল) আচমকাই হামলা চালায় আতঙ্কবাদীরা| সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে এক জন পুলিশ কর্মী ও দু’জন সিআরপিএফ জওয়ানের| এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী| এক জন পুলিশ কর্মীর মাথায় গুলি লেগেছে| তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| নিরাপত্তা রক্ষীদের পাল্টা জবাবে খতম হয়েছে এক জঙ্গি|
উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার ভোর ৪.২০ মিনিট নাগাদ জেলা পুলিশ লাইন্স (ডিপিএল) ঘিরে ফেলে অতর্কিতে হামলা চালায় আতঙ্কবাদীরা| সন্ত্রাসবাদীরা গ্রেনেড ও গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমতিয়াজ আহমেদ শেখ নামে এক পুলিশ কর্মীর| এই হামলায় জখম হন তিন জন পুলিশ কর্মী ও তিন জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ান| নিরাপত্তা রক্ষীরাও পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছেন| গুলি চালানোর পরই জেলা পুলিশ লাইন্সের ভিতরে লুকিয়ে পড়ে দুই-তিন জন সন্ত্রাসবাদী| পরিস্থিতির মোকাবিলা করতে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে|
উচ্চপদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সন্ত্রাসবাদী হামলায় জখম তিন জন পুলিশ কর্মী ও তিন জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হলে, মৃত্যু হয় দু’জন সিআরপিএফ জওয়ানের| এছাড়াও মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন এক পুলিশ কর্মী| জখম অবস্থায় মোট ৪ জন জওয়ান হাসপাতালে চিকিত্সাধীন|