নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাঁদের বিরুদ্ধে অফিস অব প্রসিডিংসের অভিযোগ এনেছিল। এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানালেন আম আদমি পার্টির ১২জনেরও বেশি বিধায়ক। শুক্রবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আনা অফিস অব প্রসিডিংসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গেলেন তাঁরা। এব্যাপারে দিল্লি হাইকোর্ট এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে।
ভারতীয় সংবিধান অনুসারে সাংসদ ও বিধায়কদের অন্য কোনও সংসদীয় পদে বেতনভূক কর্মী হিসাবে থাকার এক্তিয়ার নেই। কেজরিওয়াল সরকার সেই বিধি অগ্রাহ্য করে ২১জন বিধায়ককে সংসদীয় পদে নিয়োগ করে। এরপরে রাজ্য সরকার সংসদীয় পদে ওই নিয়োগকে অফিস অব প্রসিডিংসের আওতা থেকে বাদ দিতে আইন চালু করতে বিল আনে। তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্যে পাঠায়। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তা অনুমোদন না করায় ২১জন বিধায়ক তাঁদের সদস্যপদ হারানোর মুখে পড়েন। এরপরে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেওয়া হয়।
প্রসঙ্গত, সংসদীয় সচিব পদে নিযুক্ত বিধায়কদের বেতন না দেওয়া হলেও অন্য ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ওই ২১ বিধায়কের সদস্যপদ বাতিল করলে ওই ২১টি কেন্দ্রে উপ-নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়বে। যে বিধায়কদের বিরুদ্ধে অফিস অব প্রসিডিংস আনা হয়েছে তাকে চ্যালেঞ্জ করে এদিন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই বিধায়কেরা।