দার্জিলিং, ২৪ আগস্ট (হি.স.): `শান্ত’ হওয়ার কোনও লক্ষণই নেই পাহাড়ে| পাহাড়ে শান্তি ফেরাতে আগামী মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে| তার আগেই বিস্ফোরণে কেঁপে উঠল দার্জিলিংয়ের কাছেই সুখিয়াপোখরি| বৃহস্পতিবার ভোররাত ২টো নাগাদ সুখিয়াপোখরি থানার সামনে জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণে কোনও মৃত্যুর খবর নেই| তবে জখম হয়েছেন এক জন পুলিশ কর্মী| উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রাত তখন ২টো হবে| রাতের অন্ধকারে সুখিয়াপোখরি থানার সামনে জেরোলো বিস্ফোরণ হয়| পুলিশের অনুমান, বিস্ফোরণে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে| বিস্ফোরণের জেরে আশপাশের কয়েকটি দোকান ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্ধকারের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
উল্লেখ্য, দিন ছয়েক আগে দার্জিলিংয়ের সুপার মার্কেট এলাকায় জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণের তীব্রতার কেঁপে ওঠে ক্লাবসাইড রোড, চকবাজার এলাকা| ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণস্থলের আশেপাশে থাকা অন্তত ৭টি দোকান| তবে ওই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
ভূস্বর্গে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৫.০
শ্রীনগর, ২৪ আগস্ট (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.০| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| ইন্ডিয়ান মেটেওরোলজিক্যাল ডিপার্টমন্টে (আইএমডি)-এর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোররাত ২.২৮ মিনিট নাগাদ ৫.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে| ভূমিকম্পের উত্সস্থল ছিল জম্মু ও কাশ্মীর রিজিওনে, ল্যাটিটুড ৩৬.০ ডিগ্রি উত্তরে এবং লংটিটুড ৭৪.৩ ডিগ্রি পূর্ব দিকে| ভূকম্পনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|
উল্লেখ্য, ভারতের অন্যান্য রাজ্যগুলির তুলনায় অত্যন্ত সংবেদনশীল ভূতাত্ত্বিক অঞ্চল হল জম্মু ও কাশ্মীর| ভূস্বর্গে প্রায়ই ভূকম্পন অনুভূত হয়|