ইসলামাবাদ, ২৪ আগস্ট (হি.স) : আমেরিকার উচিত পাকিস্তানকে বিশ্বাস করাকিস্তানকে তার প্রাপ্য সম্মান দেওয়া। আমেরিকার প্রতি এমনি আর্জি জানালেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। বুধবার রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরের পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেলের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ। সেখানেই তিনি আমেরিকার কাছে এই আর্জি জানান।
তিনি আমেরিকার রাষ্ট্রদূতকে জানান যে পাকিস্তান আমেরিকার কাছ থেকে আর্থিক এবং কোন সামগ্রীর সাহায্য চায় না। পাকিস্তান শুধু চায় আমেরিকা যেন তাকে বিশ্বাস ও সম্মান যেন দেয়। উল্লেখ্য আমেরিকা আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ার নতুন নীতির ঘোষণা সময় পাকিস্তানের ভূমিকা নিন্দা করে। আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প জানান যে নিজেদের ভূখন্ডে সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল গড়ে তুলছে পাকিস্তান।তিনি জানান এটা মেনে নেওয়া যায় না।
ওই বৈঠকের পর আমেরিকার গুপ্তচড় সংস্থা আইএসআইয়ের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয় যে পাকিস্তানের জন্যই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠরুরি।পাকিস্তানের সেনাপ্রধান মার্কিন রাষ্ট্রদূতকে জানান যে আফগানিস্থানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ঠ কাজ করেছে পাকিস্তান।আর তা কোনও পক্ষকে তুষ্ট করার জন্য নয়। পাকিস্তান তা করেছে নিজের স্বার্থের কথা মাথায় রেখেই।