BRAKING NEWS

বার্সেলোনা সন্ত্রাসবাদী হামলার মূল অভিযুক্ত সেই ভ্যান চালককে গুলি করে হত্যা করল পুলিশ

বার্সেলোনা, ২২ আগস্ট (হি.স) : বার্সেলোনার লাস রাম্বলাসে সন্ত্রাসবাদী হানায় মূল অভিযুক্ত ইউনেস আবোওইয়াকুব কে স্পেনের পুলিশ গুলি করে হত্যা করেছে । স্পেনিশ পুলিশের দাবি এই ইউনেস আবোওইয়াকুবই সেই ব্যক্তি যে ওই ঘাতক ভ্যানের চালক ছিল । উল্লেখযোগ্য বিষয় হল একটি ঘাতক ভ্যান স্পেনের রাজধানী শহর বার্সেলোনায় লাস রাম্বলাসে এলোপাথারি গাড়ি চালিয়ে মানুষকে পিষে দিয়ে যায় । সেই গাড়ির ধাক্কায় ১৩ জন মানুষ প্রাণ হারান ও আহত হন ১০০জন ।
পুলিশের দাবি সোমবার বার্সেলোনা শহরের পশ্চিম দিকে ৪০ কিলোমিটার দূরে একটি নিকাশি ব্যবস্থার প্লান্টে তার খোঁজ মেলে । পরে সেখানেই তাকে গুলি করে হত্যা করে তারা । মৃত সেই জঙ্গির কাছ থেকে একটি বিস্ফোরক বেল্ট উদ্ধার করে পুলিশ । পরে বোম্ব স্কোয়াডে থেকে দাবি করা হয় যে বেল্টটি নকল । তাতে কোন বিস্ফোরক ছিল না । পুলিশ সূত্র আরও জানানো হয় যে মৃত্যুর সময় ওই জঙ্গি আল্লাহ আকবর বলে চিৎকার করে ওঠেন ।
সূত্র থেকে আরও জানা যাচ্ছে যে এক পেট্রোল পাম্পের কর্মী ওই জঙ্গিকে চিহ্নিত করে পুলিশে খবর দেয় । মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশবাহিনী । প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় ২০ টি গাড়ি নিয়ে ওই জঙ্গির বিরুদ্ধে পুলিশ অভিযানে নামে । তারপর হেলিকপ্টার দিয়ে গোটা এলাকাকে মুড়ে ফেলা হয় ।
পুলিশ জানিয়েছে যে বার্সেলোনায় লাস রাম্বলাসে হামলা চালানোর আগে ২২ বছর বয়সী ইউনেস আবোওইয়াকুব একটি ভ্যানের চালককে হত্যা করে ওই ভ্যানটি অপহরণ করে । পরে সেই ভ্যানের সাহায্যেই ১৩ জনকে হত্যা ও ১০০ জনকে আহত করে ওই যুবক ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে এই বিষয়ে তদন্ত চলবে । তারা জানিয়েছেন যে এই হামলার পেছনে সন্দেহজনক যে ১২ জন জঙ্গি ছিল তার ৮ জনকে হত্যা করা হয়েছে । ৪ জন পুলিশের হেফাজতে রয়েছে । এই হামলার আর এক প্রধানচক্রী এক ইমাম গত বুধবার দক্ষিণ বার্সেলোনার আলকানার নিজের বাড়িতে বিস্ফোরণে মারা যায় । পুলিশ সূত্রে জানানো হয়েছে আরও বড় কোন নাশকতার ছক কষছিল বিস্ফোরক সহযোগে তখনই ভুলবসত বিস্ফোরণে মৃত্যু হয় ওই ইমামের । পরে স্পেনের পুলিশ ওই এলাকা থেকে ১২০ টি ক্যানিস্টার উদ্ধার করে । স্থানীয়দের অভিযোগ ওই ইমাম যুব সম্প্রদায়ের মগজ ধোলাই করে আসছিল ।
উল্লেখ্য এর আগেই স্পেনের জঙ্গি হামলার দায় স্বীকার করে নিয়েছিল আইএস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *