রোম, ২২ আগস্ট (হি.স.): জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির জনপ্রিয় ইস্কিয়া দ্বীপ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০| শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে| আহত হয়েছেন অন্তত ২৫ জন| ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়েছে বেশ কয়েকটি বহুতল| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত ৮.৫৭ মিনিট নাগাদ ৪.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ইস্কিয়া দ্বীপে, নেপলেস উপকূলে| ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়েছে অন্তত ৬টি বহুতল ও একটি গীর্জা|
কম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ| প্রশাসনের তরফে জানানো হয়েছে, জোরালো ভূমিকম্পে একাধিক বাড়ি ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে এক জন মহিলার| আহত হয়েছেন অন্তত ২৫ জন| আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে| যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয়েছে উদ্ধারকার্য|