লন্ডন, ২০ আগস্ট (হি.স.): হ্যাকাররা এবার জাল বিছিয়েছে জাহাজ সংস্থাগুলির ওপর। তাতে ধরা পড়েছে বড়সড় জালিয়াতির ঘটনা। সারা পৃথিবীতে বাণিজ্যিক জাহাজের সংখ্যা ৫১ হাজার। এই ৫১ হাজার জাহাজ বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশ পরিবহন করে বলে জানা গিয়েছে।
হ্যাকাররা এখন জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করে বিশেষ কায়দায় গোপন তথ্য জেনে নিচ্ছে। সাইবারকীল নামে একটি সাইবার সিকিওরিটি সংস্থা একটি জাহাজ সংস্থার ই-মেল চালাচালি করতে গিয়ে জেনেছে হ্যাকারদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখা যাচ্ছে, হ্যাকাররা কীভাবে জাল বিছিয়েছে।
কীভাবে জালিয়াতি হচ্ছে, তা ধরা পড়েছে। সংস্থার কম্পিউটার সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ওরা সংস্থার ফাইন্যান্স বিভাগের যে কোনও তথ্য জেনে যাবে। তাছাড়া, ওই জাহাজ সংস্থার আর্থিক লেনদেনে গোলমাল পাকিয়ে দিয়ে জ্বালানির জন্যে যে বিল সংস্থারটির প্রদান করার কথা, তা অন্য সংস্থার অ্যাকাউন্টে চালান করে দিচ্ছে। এভাবে মিলিয়ন ডলার জালিয়াতি হচ্ছে বলে জানা গিয়েছে।
এর জে্রে বিশ্বের জাহাজ সংস্থাগুলি উদ্বিগ্ন। কেননা জাহাজ সংস্থার কম্পিউটার ব্যবস্থায় হ্যাকিং করতে পারলে একদিকে যেমন স্পৰ্শকাতর তথ্য জানা যাবে, পাশাপাশি জাহাজ চলাচলেও গোলমাল পাকাতে পারে হ্যাকাররা। এর ফলে জলদস্যুদের রমরমা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা জলদস্যুরা জাহাজে উঠে বারকোড দেখেই টের পেয়ে যাবে কোন কনটেইনারে কি আছে। আশঙ্কা করা হচ্ছে, কম্পিউটার সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে জলদস্যুরা পুরো জাহাজটিই করায়ত্ত করে নিতে পারে।