পটনা, ১৯ অগাষ্ট (হি.স.) : বিচ্ছেদের চার বছর পর ফের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে যোগ দিল সংযুক্ত জনতা দল। শনিবার সকালে পাটনায় নীতীশ কুমারের বাড়িতে দলের জাতীয় কর্ম সমিতির বৈঠক বসেছিল। সেখানেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজেপির প্রস্তাবে সকলে সায় দিয়েছেন দলের শীর্ষ নেতারা। প্রায় দু’দশক একে অপরের সহযোগী থাকার পর, মতভেদের জেরে ২০১৩ সালে বিজেপি ও জেডিইউ-এর বিচ্ছেদ ঘটে। তবে এবছর রাষ্ট্রপতি নির্বাচনের সময় দুই দল ফের কাছাকাছি আসে। বিহারে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল একে অপরের শরিক। কিন্তু শরিক দলের অনুমতি না নিয়েই বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থনের সিদ্ধান্ত নেন নীতীশ কুমার। তারপর দুর্নীতির অজুহাতে আমকাই রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের মহাজোট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে রাতারাতি নয়া সরকার গড়েন। তার কয়েক দিন পর দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন নীতীশ কুমার।