ইসলামাবাদ, ১৪ অগাষ্ট (হি.স.) : সোমবার পাকিস্তানের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে সীমান্তে সবচেয়ে লম্বা পতাকা উত্তোলন করে ভারতকে টেক্কা প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের। স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়া যে পতাকাটি উত্তোলন করেন, সেটির দৈর্ঘ্য ১২০ বাই ৮০ ফুট। রবিবারই এই পতাকাটি উত্তোলন করা হয় ওয়াঘা সীমান্তে। সূত্রের খবর, শুধু ভারত নয়, এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে লম্বা পতাকা।প্রসঙ্গত, বিশ্বের মধ্যে দৈর্ঘ্যের বিচারে অষ্টমস্থানে রয়েছে পাকিস্তানের পতাকা। গত মার্চে ভারতের আত্তারি সীমান্তে যে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়, তার থেকে পাকিস্তানের এই পতাকার দৈর্ঘ্য বেশি। ভারতের তেরঙ্গাটি ৩৬০ ফুট লম্বা ফ্ল্যাগপোলের ওপর উত্তোলন করা হয়েছিল এবং সীমান্তের এপ্রান্তে থাকা প্রশাসনের কর্তাদের লক্ষ্য ছিল নজর রাখা, পতাকাটি যেন লাহোর থেকে দেখতে পাওয়া যায়।