BRAKING NEWS

৬৩ জন শিশুর মৃত্যুর কারণে গোরক্ষপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বরখাস্ত

লখনউ, ১৩ আগস্ট (হি.স) : উত্তর প্রদেশের গোরক্ষপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে বরখাস্ত করল উত্তর প্রদেশ সরকার । অক্সিজেনের অভাবে গত পাঁচদিনে ৬৩ জন শিশুর মৃত্যুর পরিপেক্ষিতে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাংবাদিকদের জানান যে ওই হাসপাতালের অধ্যক্ষকে তিনি ৯ আগস্ট এক প্রশাসনিক বৈঠকে জিঞ্জাসা করেছিলেন যে হাসপাতালের জন্য কিছু লাগবে কিনা । কিন্তু তখন গোরক্ষপুর বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অক্সিজেনের অভাবের বিষয়ে কিছু জানায়নি মুখ্যমন্ত্রীকে ।

অন্যদিকে উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং জানিয়েছেন যে অক্সিজেনের ১১ আগস্ট ছিল ২ ঘন্টার জন্য । কিন্তু ওটাই ৬৩ জন শিশুর মৃত্যুর কারণ নয় । উত্তর প্রদেশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা কোন অপরাধীকে ছাড়া হবে না । ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *