BRAKING NEWS

মাণ্ডিতে ভূমিধসের কারণে মৃত্যু, ব্যথিত প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও শিমলা, ১৩ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশের মাণ্ডি জেলায় ভূমিধসের কারণে ৮ জনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, `হিমাচল প্রদেশের মাণ্ডি জেলায় ভূমিধসের কারণে মৃত্যুর ঘটনায় ব্যথিত| মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা|’ একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী|
গভীর রাত ২টো নাগাদ মাণ্ডি জেলার কোটরূপী এলাকায় মাণ্ডি-পাঠানকোট জাতীয় সড়কে দুটি যাত্রীবোঝাই বাস ভূমিধসের কবলে পড়ে| স্পেশাল সেক্রেটারি (দুর্যোগ) ডি ডি শর্মা জানিয়েছেন, রাস্তার ধারে একটি ধাবার সামনে দাঁড়িয়েছিল বাস দু’টি| আচমকাই ভূমিধসের কারণে বাস দুটি ৮০০ মিটার গভীর খাদে পড়ে যায়| ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে যায় বাস দুটি| উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে| অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *