কোটা (রাজস্থান), ১০ আগস্ট (হি.স.): রাজস্থানের ঝালওয়ার জেলায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮| বৃহস্পতিবার সকালে পার্বাণ নদী থেকে দুই মহিলা সহ আরও ৭ জনের দেহ উদ্ধার হয়েছে| ঝালওয়ারের অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এএসপি) কুশল সিং রাজপুরোহিত জানিয়েছেন, গত মঙ্গলবার বরন জেলার হার্নাওয়াদশাহাজি থেকে ইকলেরা শহরে যাচ্ছিল একটি নৌকা| নৌকায় মোট ১৭ জন যাত্রী ছিলেন| হঠাত্ই নৌকাটি উল্টে যায়| ওই দিনই পার্বাণ নদীর তীর থেকে এক জনের দেহ উদ্ধার হয়েছে|
৯ জন প্রাণে বেঁচে গেলেও নিখোঁজ ছিলেন ৭ জন| তল্লাশি অভিযান চালায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)| ব্যাপক তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার সকালে পার্বাণ নদী থেকে দুই মহিলা সহ ৭ জনের দেহ উদ্ধার হয়েছে| সবমিলিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮|