কলকতা, ১০ আগস্ট (হি.স.) : একটি পত্রিকার শারদ সংখ্যার প্রচ্ছদে মা দুর্গার ছবি বিকৃত ভাবে ছাপা হওয়ায় ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ । এরই প্রতিবাদে বৃহস্পতিবার চাঁদনি চক এলাকায় ওই সংবাদপত্র গোষ্ঠীর অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা ।
বিক্ষোভের দরুন চাঁদনি চক এলাকায় চিত্তরঞ্জন অ্যাভিনিউতে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে হাজির হয় বউবাজার থানার পুলিশ । গ্রেফতার করা হয় পঞ্চাশ জনকে । বিশ্বহিন্দু পরিষদের অভিযোগ, একটি বিশেষ গোষ্ঠীর ভাবাবেগে আঘাত করা হয়েছে । পরিষদের সাধারণ সম্পাদক, শচীন সিং বলেন, এই ধরনের ছবি অন্য কোনো সম্প্রদায়কে আঘাত করে ছাপা হলে কি হত আমরা বাদুড়িয়া কান্ডে দেখেছি । পত্রিকা পোড়ানো হতো । হকারদের মারধর করা হতো । ওই পত্রিকাটি হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত করেছে । দেবী দুর্গাকে বাঙালি মা বলেই চেনে । দেবী দুর্গাকে নিয়ে অশ্লীল প্রচ্ছদ কোনো ভাবেই মেয়ে নেওয়া যায় না ।
সদস্যদের গ্রেপ্তার হওয়া নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র সৌরীশ মুখোপাধ্যায় বলেন, “আমাদের কর্মীদের বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাঁদনিচক মোড়ে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে সামিল হতে চেয়েছি। কিন্তু, আমাদের কর্মীরা এই একালায় এলে পুলিশ ঘাড় ধাক্কা দিয়ে আমাদের বের করে দেয়। এর প্রতিবাদে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”