রায়গঞ্জ, ১০ আগস্ট (হি.স.) : বৃহস্পতিবার দিনের আলোতে জানালার গ্রীল ভেঙে লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।
নগদ কুড়ি হাজার টাকা, ল্যাপটপ, বেশ কয়েকটি পেন ড্রাইভ ও হার্ড ডিস্ক সহ চুরি হয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়নাও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায়। বাড়ির গৃহবধু পেশায় ডিএম অফিসের কর্মী শাশ্বতী সেনগুপ্ত বলেন, গত ৪ আগস্ট থেকে রায়গঞ্জের বাইরে ছিলেন তাঁরা। এদিন বেলা সাড়ে ৯’টা নাগাদ বাড়িতে ফিরেই দেখতে পান ঘরের ভেতরে সবকিছু লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। ল্যাপটপ, হার্ড ডিস্ক, সোনার গয়না সহ নগদ ২০ হাজার টাকা আলমারি থেকে উধাও।
শাশ্বতী দেবীর সন্দেহ, চুরির ঘটনাটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬’টা থেকে সাড়ে ৯’টার মধ্যেই হয়েছে।বাড়ির পেছনের দিকের জানালার গ্রীল ভেঙেই সম্ভবত দুষ্কৃতিরা ঢুকেছিল বাড়িতে বলেও মনে করছেন তিনি।ঘটনার বিবরণ দিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাশ্বতী দেবী। এদিকে ল্যাপটপ, হার্ড ডিস্ক, পেন ড্রাইভে দফতরের গুরুত্বপূর্ণ তথ্য থাকার কারণে মহকুমা শাসকের কাছেও চুরির ঘটনাটি জানিয়েছেন শাশ্বতী দেবী। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।–