নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): রাখিবন্ধন উত্সব উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার সকাল ৭টা নাগাদ টুইট করে রাখিবন্ধন উত্সবের শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, `ভালোবাসা, স্নেহ ও পরস্পরের ওপর ভরসার প্রতীক হল এই রাখি বন্ধন উত্সব| এই শুভ দিনে সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক|’ শুধু রাষ্ট্রপতিই নন, শুভ দিনে দেশবাসীকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও| সকাল ৬.৪৭ মিনিট নাগাদ নিজের টুইটার হ্যান্ডেলে দেশবাসীকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, `দেশবাসীকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা|’
রাখিবন্ধন উত্সব হল ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উত্সব| হিন্দু, জৈন ও শিখরা এই উত্সব পালন করে থাকেন| এই দিন দিদি বা বোনের তাঁদের ভাই বা দাদার হাতে `রাখি’ নামে একটি পবিত্র সুতো বেঁধে দেন|