গুয়াহাটি, ০৭ আগস্ট, (হি.স.) : রাজ্যের হস্ততাঁত ও বস্ত্র শিল্পকে বিকশিত করতে অসম সরকার শীঘ্রই একটি বস্ত্রনীতি গ্রহণ করবে। আজ মহানগরের শংকরদেব কলাক্ষেত্রে জাতীয় হস্ততাঁত দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
ভারতবর্ষের বস্ত্র মন্ত্রালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্ৰী বলেন, অসমের পাশাপাশি গোটা দেশে হস্ততাঁত শিল্পের এক বিশাল বাজার রয়েছে। এই বাজারের সঙ্গে প্রত্যাহ্বানের মুখোমুখি হতে রাজ্যের তাঁত শিল্পীদের দক্ষতা বাড়াতে গুরুত্ব দেবে তাঁর সরকার। রাজ্যের পর্যটন ক্ষেত্রের পাশাপাশি এখানকার পরম্পরাগত বয়ন দক্ষতার বিপুল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। তৃতীয় জাতীয় হস্ততাঁত দিবস এবার অসমে পালন করানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় বস্ত্র মন্তালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
প্ৰধানমন্ত্ৰী ওই অঞ্চলকে যে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন না তার বর্ণনা করে বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নরেন্দ্ৰ মোদী। গত তিন বছরের প্রতি ১৫ দিন অসমে একজন করে কেন্দ্রীয় মন্ত্ৰী পাঠিয়েছেন তিনি। এতে ব্যাপক লাভান্বিত হচ্ছে উত্তরপূর্ব।’
অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন কেন্দ্রীয় বস্ত্রশিল্পের প্রতিমন্ত্রী অজয় তামতা। তিনিও অসমে বস্ত্র শিল্পের সম্ভাবনা সম্পর্কে বক্তব্য পেশ করে এই সেক্টরকে বিকশিত কেন্দ্রীয় সরকারের গুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন।
ভাষণ দিয়েছেন রাজ্যের বস্ত্রমন্ত্রী রঞ্জিতকুমার দত্তও। এদিনের অনুষ্ঠানে তাঁত-শিল্পীদের হাতে হ্যান্ডলুম ওয়েইভার্স আইডেনটিটি কার্ডও আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন গুয়াহাটি ও লখিমপুরের সাংসদ বিজয়া চক্রবর্তী এবং প্রদান বরুয়া, ভারত সরকারের বস্ত মন্ত্রাসলের সচিব অনন্তকুমার সিং-সহ শীর্ষ আধিকারিকবর্গ।