নয়াদিল্লি , ৫ আগস্ট (হি.স): শনিবার দিল্লির সংসদ ভবনে অনুষ্ঠিত হতে চলেছে উপ-রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন।উপ-রাষ্ট্রপতি পদে এনডিএ পদপ্রার্থী বেঙ্কাইয়া নাইডুর বিরুদ্ধে লড়তে দেখা যাবে প্রাক্তন আইএফএস অফিসার ও পশ্চিম বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে।লোকসভা ও রাজ্যসভায় আসন সংখ্যার হিসেবে এগিয়ে বিজেপির পদপ্রার্থী প্রাক্তন জাতীয় সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয়মান্ত্রি বেঙ্কাইয়া নাইডু।
শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব।চলবে বিকেল ৫ টা পর্যন্ত ।সন্ধ্যা ৭ টার সময়ে জানা যাবে কে হবেন ভারতের ত্রয়োদশ উপ-রাষ্ট্রপতি।বিহারের জেডিইউ ও ওডিশার বিজেডি জানিয়েছে তারা গোপালকৃষ্ণ গান্ধীকেই সমর্থন করবেন।
লোকসভায় ৫৪৫টি আসনের মধ্যে ৩৩৮ টি আসন এনডিএ য়ের দখলে রয়েছে ।পাশাপাশি রাজ্যসভায় ২৪৫ টি আসনের মধ্যে এনডিএ য়ের দখলে রয়েছে ৮০ টি । ওদিকে এআইএডিএম,টিআরএস, ওয়াইএসআর কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এনডিএ প্রার্থীকেই সমর্থন করবেন।লোকসভায় দক্ষিণের এই তিনটি দলের মিলিত আসন সংখ্যা হল ৫০ ও রাজ্যসভায় ১৭ ।এভাবে ৪৮৪ জন সাংসদের সমর্থন বেঙ্কাইয়া নাইডু পাচ্ছেন।উল্লেখ্য লোকসভা সংসদে ২ টি আসন খালি পড়ে আছে ও লোকসভার বিজেপি সাংসদ ছেদি পাসওয়ানের বিরুদ্ধে ভোট না দেওয়ার নিষেধাঞ্জা রয়েছে।