BRAKING NEWS

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার বিঞ্জপ্তি জারি করল ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটন , ৫ আগস্ট (হি.স) : পরিবেশ বিষয়ক প্যারিস জলবায়ু চুক্তি ২০১৫ থেকে বেরিয়ে আসার ইচ্ছা প্রকাশ করল মার্কিন প্রশাসন।শুক্রবার ট্রাম্প প্রশাসনের তরফ থেকে এক বিঞ্জপ্তি জারি করে জানানো হয়েছে যে, ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে তারা বেরিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছে। রাষ্ট্রসংঘকে দেওয়া সেই বিঞ্জপ্তিতে মার্কিন প্রশাসন জানিয়েছেন যে তারা প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেলেও জলবায়ু সম্পর্কিত আলোচনা বা বৈঠকে অংশগ্রহণ করবে। কিন্তু সূত্র থেকে জানা যাচ্ছে ৪ নভেম্বর ২০১৯ শের আগে চুক্তিবদ্ধ কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি ২০১৫ থেকে পূর্ণরূপে বেড়িয়ে যেতে পারবে না ।যদিও আমেরিকা রাষ্ট্রসংঘকে আস্বস্ত করে জানিয়েছে, যে তারা চুক্তিতে লেখা নির্ধারিত সময় অর্থাৎ ৪ নভেম্বর ২০১৯ শের পরেই বেরিয়ে যাবে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে তারা নিজেদের হিত সাধন ও ভবিষ্যৎ সংরক্ষণের জন্য এবং সমস্ত নীতিগত বিকল্প খোলা রেখে আগামীদিনে জলবায়ু কেন্দ্রিক সমস্ত আন্তর্জাতিক আলোচনা ও সম্মেলনে অংশগ্রহণ করবে।
এর আগে আমেরিকার রাষ্ট্রপতি জানিয়েছিলেন যে এই চুক্তি আমেরিকাকে শাস্তি দিচ্ছে। এই চুক্তির ফলে বহু আমেরিকাবাসী নিজেদের চাকরি খুইয়েছে।গত জুন মাসে উনি এই চুক্তি থেকে বেরিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার ফলে সারা বিশ্বজুড়ে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের নিন্দা হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হল তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার আমলে ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু চুক্তিটি ১৯৫ টি দেশ স্বাক্ষর করে ।এই চুক্তিটি কার্যকর করার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *