শ্রীনগর, ৫ আগস্ট (হি.স.): গোলাগুলি থামছেই না ভূস্বর্গে| কুলগাম, সোপিয়ান ও অনন্তনাগের পর এবার সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে তপ্ত হল উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলা| শনিবার ভোরে বারামুল্লা জেলার সোপোরে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম হল তিন লস্কর-ই-তৈবা জঙ্গি| নিহত আতঙ্কবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ| দুঃসংবাদ হল, গোলাগুলিতে জখম হয়েছেন এক জন পুলিশ কর্মী|
উচ্চ পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরের অমরগড় এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন আতঙ্কবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ভোর ৪.০৩ মিনিট নাগাদ অমরগড় এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা| এরপরই পাল্টা গুলি চালায় ১৭৯ ব্যাটেলিয়ন সিআরপিএফ, ৫২ রাষ্ট্রীয় রাইফেলস এবংএসওজি সোপোর| দীর্ঘক্ষণ গুলি লড়াই শেষে খতম হয় তিন লস্কর-ই-তৈবা জঙ্গি| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিনটি একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ| তবে দুঃসংবাদ হল, গোলাগুলিতে জখম হয়েছেন এক জন পুলিশ কর্মী| তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার সোপোরে সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে| এছাড়াও বারামুল্লা জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা|