BRAKING NEWS

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি জানাবে আমেরিকা

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি জানাতে চলেছে আমেরিকা | আগস্টে অনুষ্ঠিত হতে চলা বৈঠকে প্রসঙ্গটি তোলা হবে ।শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রককের মুখপাত্র হেদার নওরাট |
আন্তর্জাতিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হচ্ছে বলে গতকালই লোকসভায় বিরোধিদের তোপের মুখে পড়তে হয়েছিল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। চিন–ভারত সীমান্ত সম্পর্ক নিয়ে তপ্ত হয়ে উঠেছিল বাদল অধিবেশন। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সুখবর এল আমেরিকা থেকে।
আজ আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে ভারতকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দেওয়ার প্রস্তাব তুলবে তারা। চলতি মাসের শেষের দিকে নয়াদিল্লিকে বিশ্বের আঙিনায় নিযে আসতে এই প্রস্তাব তোলা হবে বলে জানানো হয়েছে। আমেরিকার প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র হেদার নওরাট জানান, ‘আমি বিশ্বাস করি এই প্রস্তাব করা হবে। আর তা রাষ্ট্রসঙ্ঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালের মাধ্যমেই করা হবে। রাষ্ট্রসঙ্ঘের দফতরের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’
ভারত দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে। গত জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। ট্রাম্প জানিয়ে দেন, তিনি চান, ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাক, একইসঙ্গে নাম লেখাক পরমাণু সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজির মত বহু সদস্যবিশিষ্ট গোষ্ঠীতে। কিন্তু নিরাপত্তা পরিষদে প্রবেশের জন্য ভারতের চেষ্টায় এর আগে জল ঢেলেছে চিন। অন্য দেশগুলির আপত্তি না থাকলেও ভেটো প্রয়োগ করে বিষয়টি ভেস্তে দিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *