নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.) : রাষ্ট্রপতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ থেকে পাওয়া শেষ চিঠি তাঁর হৃদয় ছুঁয়ে গেছে | বৃহস্পতিবার সেই চিঠি ট্যুইটারে পোস্ট করে এ কথা জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায় |
মেয়াদ শেষের দিন প্রণব মুখোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডলে সেটি পোস্ট করেছেন দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি। লিখেছেন, ‘রাষ্ট্রপতি হিসেবে শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে একটি চিঠি পেয়েছিলাম। যা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম।’
দু’পাতার চিঠিটির ঠিক ওপরে রয়েছে অশোক চক্র। তার নীচে প্রধানমন্ত্রীর উল্লেখ। চিঠিতে প্রাক্তন রাষ্ট্রপতিকে ‘প্রণবদা’ বলে উল্লেখ করেছেন মোদী। তাতে লিখেছেন, ‘জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আপনি। সুদীর্ঘ কার্যকালে আপনি দেশের জন্য যা করেছেন, বিশেষ করে গত পাঁচ বছরে, তার জন্য আপনাকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। সারল্য, উচ্চমানের নীতিবোধ এবং দৃষ্টান্তমূলক নেতৃত্বের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করেছেন আপনি।প্রধানমন্ত্রী চিঠিতে তাঁর অভিভাবক সুলভ আন্তরিক ব্যবহারের কথাও উল্ল্যেখ করেন| সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে প্রশংসায় ভড়িয়ে দিয়ে মোদী আরও লেখেন, ‘সহজ-সরল ব্যবহার, নীতিবোধ এবং ব্যতিক্রমী নেতৃত্বের মাধ্যমে আপনি আমাদের অনুপ্রাণিত করেছেন। আপনার প্রগাঢ় জ্ঞানের কথা সবাই জানেন। বিভিন্ন বিষয়ে আপনার অন্তর্দৃষ্টি আমাকে বিস্মিত করেছে’।প্রণব মুখোপাধ্যায় টুইটার পোস্টটি নিজের টুইটার হ্যান্ডলেও শেয়ার করেন প্রধানমন্ত্রী। তাতে লেখেন, ‘আপনার সঙ্গে কাজের অভিজ্ঞতা চিরকাল মনের মধ্যে আগলে রাখব।’-