BRAKING NEWS

গ্রামীণ অর্থনীতির বিকাশের জন্য কৃষি সেচ যোজনা ও ফসল বিমা যোজনার উপর জোর দিলেন মোদী

নয়াদিল্লি , ৩ আগস্ট (হি.স. ) : গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের বিকাশের জন্য কেন্দ্রের কৃষি সেচ যোজনা ও ফসল বিমা যোজনার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মহারাষ্ট্র ও গোয়ার বিজেপির সংসদদের সঙ্গে এক ঘরোয়া বৈঠকে মিলিত হয়ে নরেন্দ্র মোদী বলেন যে কৃষি সেচ যোজনা ও ফসল বিমা যোজনার মাধ্যমে আরও বেশি কৃষকদের জুড়তে হবে । কেন্দ্রীয় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে কিনা, সেই বিষয়েও আলোকপাত করেন তিনি ।
বৃহস্পতিবার সকালে ওই বৈঠকে নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিল কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি ও অনন্ত কুমার । দুই রাজ্যের সংসদরা জানিয়েছেন, গত তিন বছরের কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ফলে গ্রামীণ ভারতের আর্থিক পরিবর্তন হয়েছে এবং তার সুফলও পাওয়া যাচ্ছে ।গ্রাম,গরিব ও কৃষকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলো সদর্থক ভূমিকা পালন করছেন ।এই প্রকল্পগুলোর ইতিবাচক প্রভাব গ্রামাঞ্চলে পড়তে দেখা যাচ্ছে । সংসদরা প্রকল্পগুলোকে আরও গতিশীল করার জন্য অনুরোধ করেন । নরেন্দ্র মোদী বলেন, এই প্রকল্পগুলোর সঙ্গে জনগণ আরও বেশি করে জুড়তে হবে । যাতে করে তারা এই প্রকল্প থেকে আর্থিক সুফল পান । তিনি সাংসদদের রাজনীতির ঊর্ব্ধে উঠে কাজ করতে বলেছেন। সমাজের বঞ্চিত, শোষিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাংসদদের আহ্বান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *