নাবালিকার বিয়ে আটকে দিল মোহনপুর মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগষ্ট ৷৷ নাবালিকা বিয়ে থেকে এক কিশোরীকে বাঁচালো মোহনপুর মহকুমা প্রশাসন৷ রাতে নাবালিকার বাড়িতে গিয়ে বিয়ে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়৷ পরে বামুটিয়ার কাছাড়িটিলা গ্রামের পাত্র সুকেশ সরকারের বাড়িতে গিয়ে বিয়ে না করানোর নির্দেশ দেন লেফুঙ্গা থানার ওসি শ্যামা প্রসাদ দাস ও বামুটিয়া ফাঁড়ির ওসি নন্দদুলাল দাস৷ সম্প্রতি বামুটিয়ার কাছাড়িটিলা গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে সুকেশ সরকারের বিয়ে ঠিক হয় তোফানিয়ালুঙ্গা টা বাগান এলাকার এক নাবালিকার সাথে৷ জানা গেছে, মেয়েটি দশম শ্রেণীর পাঠরত৷ নাবালিকার বিয়ে ঠিক হবার বিষয়ে মহকুমা সাসকের কাছে অভিযোগ যায়৷ সাথে সাথে ডিসিএম রূপক ভট্টাচার্য বিয়ে বন্ধে করার ফরমান নিয়ে বাড়িতে উপস্থিত হন৷ প্রশাসন ও পুলিশের তরফে স্পষ্ট জানানো হয় যদি এই বিয়ে বন্ধ না হয় তবে দুই পরিবারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে৷