BRAKING NEWS

ষষ্ঠবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

পাটনা, ২৭ জুলাই (হি.স.): প্রায় ২০ মাসের `মহাজোট’ ছেড়ে বুধবার পদত্যাগ| শিবির বদলের ১৪ ঘন্টা পর বৃহস্পতিবার ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার| আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে `জোর ধাক্কা’ দেওয়ার পর বৃহস্পতিবার সকালে ২৮ জনের মন্ত্রিসভা নিয়ে পুনরায় বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার| উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির সুশীল কুমার মোদী| বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ পাটনার রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী| নীতীশ কুমার ছাড়াও উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেছেন সুশীল কুমার মোদী| উল্লেখ্য, এই নিয়ে ষষ্ঠবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার| বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রণের পরই নীতীশ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইট করে শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, `অভিনন্দন নীতীশ কুমার জী এবং সুশীল মোদী জী| বিহারের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ|’

আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বুধবারই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার| তারপরই তিনি বিজেপির সঙ্গে জোটের কথা ঘোষণা করেন| ফলে ৪ বছর পর ফের বিজেপির হাত ধরলেন নীতীশ কুমার| আস্থাভোট হবে আগামী ২৮ তারিখ, শুক্রবার| বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩| সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১২২| নীতিশের দল জেডিইউ-র এই মুহূর্তে ৭১ জন বিধায়ক রয়েছেন| আরজেডি-র রয়েছে ৮০ জন বিধায়ক| বিজেপি-র রয়েছে ৫৩ জন বিধায়ক| রাজনৈতিক মহলের ধারনা, বিজেপি ও জেডিইউ-র মোট বিধায়ক সংখ্যা ১২৪ হওয়ায় সরকার গড়তে সমস্যা হবে না নীতীশ কুমারের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *