BRAKING NEWS

শিক্ষক কর্মচারীদের বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷  রাজ্যের সরকারী শিক্ষক কর্মচারীদের বেতন ক্রম নির্ধারণে রাজ্য বামফ্রন্ট সরকার লাগাতর বঞ্চনা করে চলেছে৷ কেন্দ্রীয় সরকারী শিক্ষকদের থেকে প্রায় পাঁচ, ছয় ধাপ নামিয়ে বেতন ক্রম নির্ধারণ করেছে রাজ্য সরকার৷ এই জায়গায় ফিটমেন্ট ফ্যাক্টের ২৫৭ না দিয়ে ২২৫ কার্যকর করার গড়ে রাজ্যের প্রত্যেক কর্মচারী বছরে বেসিকেই ৪৮ হাজার টাকা থেকে ৮ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ রাজ্যের বিশিষ্ট কর্মচারী নেতা সমর রায় জানিয়েছেন, অর্থ দপ্তরের হিসেব মতো পেনশনাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন গড়ে ৬ লক্ষ টাকা থেকে সাড়ে ৬ লক্ষ টাকা৷ সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির শিকার হয়েছেন যেসব কর্মচারী ২০১৬ সালের ১লা জানুযায়ী থেকে ২০১৭ সালের ৩১ মার্চের মধ্যে অবসরে গেছেন৷ এই সব অবসরে যাওয়া কর্মচারীরা বিভিন্ন স্তরে ৮ থেকে ২৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ সময় রায় আরও জানান, ২০১৬ সালের ১ লা জানুযায়ী থেকে পে-অ্যান্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ কার্যকর না করায় ১৫ মাসের বর্ধিত ৭৫ হাজার ১১ লক্ষ টাকা পর্যন্ত বেতনের এরিয়ার পাননি শিক্ষক কর্মচারীরা৷ বঞ্চিত হয়েছে একটি এনক্রিমেন্ট থেকেও৷ তাছাড়া তিন কিস্তি মহার্ঘ ভাতা থেকেও বঞ্চিত হয়েছেন শিক্ষক কর্মচারীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *