BRAKING NEWS

পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ১৯৭১-এর পরিণতি মনে করিয়ে দিলেন বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.) : পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ১৯৭১-এর পরিণতি মনে করিয়ে দিলেন উপ রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র পদপ্রার্থী বেঙ্কাইয়া নাইডু | রবিবার দিল্লিতে কার্গিল পরাক্রম কুচকাওয়াজে যোগ দিয়েছিলেন তিনি | কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানদের স্মৃতিতে প্রতি বছরই রাজধানীতে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় | এদিন দিল্লির ওই অনুষ্ঠান থেকেহ ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, সে বছর পাকিস্তানি সেনার ভয়াবহ নৃশংসতার যোগ্য জবাব দিয়েছিল ভারত| ১৩ দিনের যুদ্ধের শেষে পাক সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করে, ভূমিষ্ঠ হয় বাংলাদেশ|

সেনার সঙ্গে সঙ্ঘর্ষে গত বছর কাশ্মীরে মৃতু্য হয় হিজৱুল মুজাহিদিন কমান্ডার ৱুরহান ওয়ানির| তারপর থেকেই নতুন উদ্যোগে কাশ্মীরে অশান্তি ছড়াতে নেমে পড়েছে পাকিস্তান| উপত্যকায় সরকার বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ মদত দিচ্ছে তারা | সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে তাতিয়ে তুলছে| এসবের জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে| তবে ভারত যে পিছু হটার পাত্র নয়, পরিষ্কার ভাষায় সেকথা জানিয়ে দিয়েছেন নাইডু| সেই সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের গাজোয়ারি কোনওমতেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি|

তিনি বলেন, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ| গায়ে পড়ে কোনও দেশকে আক্রমণ না করাটাই আমাদের বিশেষত্ব| আমরা যুদ্ধে নামার পক্ষপাতী নই| হিংসা ও সঙ্ঘর্ষের বদলে আলাপ আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনই আমাদের লক্ষ্য| পড়শি দেশগুলির সঙ্গে সর্বদা সুসম্পর্ক বজায় রাখতে চাই| কিন্তু আমরা চাইলেই তো আর হল না| পড়শি দেশ না নিজে শান্তিতে রয়েছে, না অন্যকে শান্তিতে থাকতে দিচ্ছে| তবে আমরা কিন্তু যথেষ্ট ঐক্যবদ্ধ| কাশ্মীর থেকে কন্যাকুমারী, একজোট হয়ে লড়তে প্রস্তুত সকলে| তাই একটা কথা ভাল করে মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত| কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ| সেখানে কারও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না| পাক অধিকৃত কাশ্মীর নিয়েও আমাদের একই অবস্থান| সেখানকার এক ইঞ্চি জমিও কাউকে ছিনিয়ে নিতে দেব না| এ ব্যাপারে ভিন্নমত গ্রহণযোগ্য হলেও, বিভেদ তৈরির চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও এদিন হুশিয়ারি দেন নাইডু|

ডোকা লা নিয়ে সম্প্রতি সিকিম সীমান্তে ইন্দোচীন উত্তাপ বেড়েছে| তাতে গায়ে পড়েই মধ্যস্থতা করতে এগিয়ে এসেছে পাকিস্তান| চলতি সপ্তাহে ৱুধ ও বৃহস্পতিবার দিল্লিতে যেচে চিনা রাষ্ট্রদূত লুও ঝাওহুই এবং ভূটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেটসপ নামগিয়েলের সঙ্গে সাক্ষা করেন পাক হাই কমিশনার আবদুল বাসিত| তার দিন কয়েক আগেই কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্াব দিয়েছিল বেজিং| তার জেরেই  বেঙ্কাইয়া নাইডু এদিন ইসলামাবাদকে কড়া বার্তা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল|-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *