BRAKING NEWS

নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ রাজনগর ব্লকের নেতাজী সুভাষ মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধে সম্প্রতি এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং বাসন্তী সাইন্টিফিক ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুধন দাস৷ তিনি এ ধরণের সচেতনতামূলক সভার গুরুত্বারোপ করে বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই সচেতন হওয়া প্রয়োজন৷ বিশেষ করে ছোটবেলা থেকেই ছেলে ও মেয়েকে সমান গুরুত্ব দিয়ে মানুষ করা উচিত৷ কেননা, আইন আদালত, পুলিশ প্রশাসন, মহিলা কমিশন থাকলেও এব্যাপারে নিজেদের সচেতন হতে হবে৷ বিধায়ক শ্রী দাস বলেন, নারীদের স্বরোজগারী হতে হবে ৷ তাহলে তাদের পরনির্ভরশীলতা যেমন কমবে, তেমনি নির্যাতনও কমবে৷
মহিলা কমিশনের সদস্য নিয়তি রায় বর্মন বলেলন, বর্তমান সমাজ ব্যবস্থায় নারী নির্যাতন সংক্রামক ব্যাধির রূপ পেয়েছে৷ আমাদের রাজ্যে নারী ক্ষমতায়নে ও শিক্ষায় এগিয়ে রয়েছে৷ তিনি বলেন, গার্হস্থ হিংসার অন্যতম প্রধান কারণ পণ৷ পণ দেওয়া ও নেওয়া দুই-ই শাস্তিযোগ্য অপরাধ৷ কমিশনের সদস্য বকুল দাস আলোচনায় অংশ নিয়ে বলেন, সংবিধানে নারীদের সমান অধিকার থাকলেও বাস্তবতা নেই৷ গার্হস্থ হিংসা দূর করতে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান৷ সভাপতিত্ব করেন রত্না দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *