নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ কৈলাসহরে এসডিএম অফিসে জাল পিআরটিসি বানানোর দালাল চক্রের হদিশ মিলেছে৷ দীর্ঘ দিন ধরে অভিযোগ ছিল এসডিএম অফিস থেকে জাল পিআরটিসি বের হচ্ছে৷ কিন্তু প্রমাণ না থাকায় কিছু করার ছিল না৷ অবশেষে দালাল চক্রের এক পাণ্ডাকে শনাক্ত করা হয়েছে এবং তার নামে থানায় এফআইআর করা হয়েছে৷ জানা গেছে, কয়েক দিন আগে শ্রীনাথ পুর গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা অপর্ণা ওয়াং এস ডি এম অফিসে যান পিআরটিসি বের করতে৷ সেখানে গিয়ে তিনি দালাল চাই বেনু শুক্রবৈদ্যের খপ্পরে পড়েন৷ দালাল চক্রের সদস্যরা অপর্ণাকে ডেকে নিরাপদ জায়গায় নিয়ে বলে কোন কিছু করতে হবে না, কোনও কাগজপত্র লাগবে না, কিছু টাকা দিলে পি আর টিসি বাড়িতে বসেই পেয়ে যাবেন৷ অপর্ণা বিশ্বাস করে কিছু টাকা দিয়ে দেনে৷ দালালটি বলে কয়েকদিন পর এসে খোঁজ নিতে৷ সে অনুযায়ী অপর্ণা মঙ্গলবার দালাল বেণুর কাছে যান৷ তখন বেণু আরও টাকা দাবি করে এবং পিআরটিসি অপর্ণাকে দেয়৷ সেই সময় টাকা নিয়ে অপর্র্ণ এবং দালালের মদ্যে বচসা বাঁধে৷ তখন কিছু লোক বেণুকে আটক করে পিআরটিসি প্রদান শাখায় গিয়ে রেজিস্টার তল্লাসি করলে দেখা যায় অপর্ণার নামে কোন পিআরটিসি এন্ট্রি করা হয়নি৷ অর্থাৎ অপর্ণা কে যে পিআরটিসি দেওয়া হয়েছে সেটি জাল৷ অভিযোগ এজাতীয় পিআরটিসি শাখায় এক শ্রেনীর কর্মচারীর যোগসাজশ আছে৷ এইদিকে দালাল বেণু শুক্র বৈদ্যের নামে থানায় এফআইআর দায়ের করা হয়৷ সুষ্টু তদন্ত হলে নানা অবৈধ কাজে বহু কর্মচারীরা যে জড়িত সেই তথ্য বেড়িয়ে আসবে বলে ধারনা অভিজ্ঞ মহলের৷
2017-07-22

