BRAKING NEWS

দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, দুঃখিত নন জানালেন মীরা কুমার

নয়াদিল্লি, ২০ জুলাই (হিঃস)৷৷ প্রত্যাশিতভাবেই বিপুল ভোটে জয়ী হয়ে রাইসিনা হিলসের পথে এগিয়ে গেলেন এডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ৷ ৭০ শতাংশ ভোটের ঘণনা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে৷ এমতাবস্থায় বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী তথা লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের থেকে ২৭৪ লক্ষ ভোটে এগিয়ে ভারতের চতুদর্শম রাষ্ট্রপতি হওয়ার পথে বিহারের প্রাক্তন রাজ্যপাল রামনাথ কোবিন্দ৷ দেশের চতুর্দশতম রাষ্ট্রপতিকে ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুভেচ্ছা বার্তায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো লিখেছেন, অভিনন্দন রামনাথ কোবিন্দ জী৷ এই পরাজয় অবশ্য হাসিমুখে মেনে নিয়েছেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার৷ তিনি বলেছেন, আমি দুঃখিত নই৷ কেনই বা দুঃখ করব? আমি একজন যোদ্ধা৷ আমার দেশেড সংখ্যাগরিষ্ঠ পুরুষ ও মহিলাদের বিশ্বাসের জন্য আমি লড়াই করেছি৷ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা৷ সকাল থেকেই আভাস মিলেছিল দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি হতে চলেছেন রামনাথ কোবিন্দ৷ উল্লেখ্য, আগামী ২৫ জুলাই নতুন রাষ্ট্রপতি পদে শপথগ্রহণের দিন স্থির হয়েছে৷
এদিকে, ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন রামনাথ কোবিন্দ৷ পেয়েছেন প্রায় ৬৬ শতাংশ৷ ভোট৷ দুপুর থেকেই উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার পারাউখ গ্রামে শুরু হয়ে যায় উৎসব৷ বৃহস্পতিবার দুপুর গড়াতেই খবর আসতে থাকে দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন এনডিএর প্রার্থী রামনাথ কোবিন্দ৷ আর তার পরেই ঢোল হারমিনয়াম নিয়ে পারাউখের রাস্তায় নেমে পড়েন গ্রামবাসীরা৷ অন্যদিকে, দলের সমর্থকরাও উল্লাস শুরু করে দেন৷ এদিন ভোটগণনা শুরু হতেই রামনাথ কোবিন্দ যে সুকলে পড়াশোনা করতেন সেখানে রাময়ণকথা শুরু হয়ে যায়৷ বেলা যত বেড়েছে ততই লোক বেড়েছে এই সুকলে৷ কোবিন্দের ছোট বেলায় বন্ধু গৌরীশঙ্কর শ্রীবাস্তব সংবাদ মাধ্যমে জানালেন, গোটা বিশ্ব এবার আমাদের গ্রামকে চিনবে৷ আর তার প্রধান কারিগর রামনাথ৷ এবার হয়তো গ্রামের রাস্তা অনেকটা ভালো হয়ে যাবে৷ রামনাথ কোবিন্দের গ্রামের বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে ঝিনঝক শহরে থাকেন রামনাথ কোবিন্দের বড় দাদা পেয়ারেলাল কোবিন্দ৷ পরিবারে কনিষ্ঠতম সন্তান রামনাথ৷ বাকী ভাইরাও ওই শহরেই থাকেন৷ সেখানেও ভাইদের বাড়িতেও উৎসব শুরু হয়েছে৷ ঝিনঝক শহরের আবার রামনাথের জয়ের সেলিব্রেশনের জন্য ডিজে ডাকা হয়েছে৷ আয়োজন করা হয়েছে নাচের৷ চলছে ভোজপুরি গান৷ রামনাথের দাদা পেয়ারেলালের একটি কাপড়ের দোকান রয়েছে৷ তিনি জানালেন, রামনাথ কখনও রাবার স্ট্যাম্প হয়ে থাকবেন না৷ ও নিজের মতো কাজ করতে ভালোবাসে৷ কারও হস্তক্ষেপ খুব বেশিদিন মেনে নেবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *